সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত পাঁচ সপ্তাহ ধরে চলতে থাকা ইজরায়েল-হামাস সংঘর্ষ থামার কোনও লক্ষণ নেই। এই পরিস্থিতিতে রাষ্ট্রসংঘে প্যালেস্টাইনে ইজরায়েলি বসতি স্থাপনের কার্যকলাপের নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিল ভারত। সব মিলিয়ে ১৪৫টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ভোটদানে অনুপস্থিত ছিল ১৮টি দেশ। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে সাতটি দেশ।
এই প্রস্তাবে পূর্ব জেরুজালেম ও অধিকৃত সিরিয়ার গোলান-সহ প্যালেস্টাইন (Palestine) ভূখণ্ডের সমস্যা সমাধানে ইজরায়েলি (Israel) পদক্ষেপের নিন্দা করা হয়। গত বৃহস্পতিবার, ২০ নভেম্বর খসড়া প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে কানাডা, হাঙ্গেরি, মার্শাল দ্বীপপুঞ্জ ও আমেরিকা-সহ মোট সাতটি দেশ।
[আরও পড়ুন: কংগ্রেস, তৃণমূল, আপ ঘুরে একদা রাহুল ঘনিষ্ঠ নেতা এবার বিজেপিতে]
তৃণমূল সাংসদ সাকেত গোখলে তাঁর টুইটারে একথা জানিয়েছেন। ভারত প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ায় তিনি আনন্দ প্রকাশ করে লিখেছেন, ‘প্যালেস্টাইনে ইজরায়েলের দখল অবৈধ। ইসরায়েলের বর্ণবাদ এখনই শেষ করতে হবে।’ প্রসঙ্গত, গত মাসে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে জর্ডানের পেশ করা এক খসড়া প্রস্তাবে ভোটদানে বিরত ছিল ভারত। ওই প্রস্তাবে ইসরায়েল-হামাস সংঘর্ষে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছিল। কিন্তু প্রস্তাবে হামাসের নাম না উল্লেখ থাকায় ভারত ওই প্রস্তাবে ভোট দেয়নি।
প্রসঙ্গত, হামাস-ইজরায়েল সংঘর্ষ শুরুর পর কেটে গিয়েছে এক মাসেরও বেশি সময়। এই ৩৫ দিনে বার বার যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করেছে ইজরায়েলি সরকার। এবার গাজাবাসীর স্বার্থে কিছুটা সুর নরম করেছে ইজরায়েল। উত্তর গাজায় রোজ ঘণ্টা চারেকের জন্য অভিযান বন্ধ রাখতে রাজি হয়েছে ইজরায়েলি ডিফেন্স ফোর্স। ওই সময়ের মধ্যে গাজাবাসীরা ‘মানবাধিকার করিডর’ দিয়ে পালিয়ে নিরাপদ আশ্রয়ে যেমন যেতে পারবেন, তেমনই বন্দিদের মুক্তির জন্যও ওই সময়টুকু ব্যবহার করা যাবে।