shono
Advertisement
S. Jaishankar

‘ভবিষ্যতে সন্ত্রাসবাদ নিয়ে উসকানি দিলে ফল আরও খারাপ হবে’, পাকিস্তানকে কড়া বার্তা জয়শংকরের

পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের আঁতুড়ঘর’ আখ্যা দিয়েছেন জয়শংকর।
Published By: Subhodeep MullickPosted: 07:20 PM Jun 10, 2025Updated: 07:54 PM Jun 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভবিষ্যতে সন্ত্রাসবাদ নিয়ে উসকানি দিলে ফল আরও খারাপ হবে। পাকিস্তানের আরও ভিতরে প্রবেশ করে জঙ্গিদের দমন করবে ভারত। সন্ত্রাসবাদ নিয়ে ইসলামাবাদকে কড়া বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।

Advertisement

জয়শংকর বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, “পাকিস্তান যদি এই ধরনের বর্বরোচিত আক্রমণ ভবিষ্যতেও করতে থাকে, তাহলে ভারত চুপ করে বসে থাকবে না। তার প্রতিশোধ নেবে। ভারতের অভিযান সব সময়ে সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসী সংগঠনগুলির বিরুদ্ধে হবে। সেগুলি পাকিস্তানের যেখানেই থাক না কেন তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা পাকিস্তানের গভীরে প্রবেশ করে সেগুলিকে খুঁজে খুঁজে ধ্বংস করব।”

ইসলামাবাদকে ‘সন্ত্রাসবাদের আঁতুড়ঘর’ আখ্যা দিয়ে জয়শংকর বলেন, “পাকিস্তান হাজার হাজার জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে তাদের নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন করছে। ভারত এগুলি কোনওভাবেই বরদাস্ত করবে না। এই ধরনের শক্তির বিরুদ্ধে আমরা সর্বদা লড়াই করতে প্রস্তুত।”

প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের সঙ্গী সংগঠন টিআরএফের চার জঙ্গি। তাদের পথ দেখিয়ে নিয়ে যায় কাশ্মীরের স্থানীয় এক জঙ্গি। এই হামলার জবাবে ৭ মে ভোর-রাতে অপারেশন চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পিওকে-র নয়টি জঙ্গিঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে গিয়েছে পাকিস্তানের অন্তত ১১টি একধিক বায়ু সেনাঘাঁটি। জানা গিয়েছে, পর্যন্ত ভারতীয় সেনার অভিযানে নিহত হয়েছে ১০০ জনের বেশি জঙ্গি ও ৩৫-৪০ জন পাক সেনা। শেষ পর্যন্ত ইসলামাবাদের অনুরোধে সংঘর্ষবিরতিতে রাজি হয় নয়াদিল্লি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভবিষ্যতে সন্ত্রাসবাদ নিয়ে উস্কানি দিলে ফল আরও খারাপ হবে। পাকিস্তানের আরও ভিতরে প্রবেশ করে জঙ্গিদের দমন করবে ভারত।
  • সন্ত্রাসবাদ নিয়ে ইসলামাবাদকে কড়া বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।
Advertisement