shono
Advertisement

Breaking News

বিপদে দেশ, সুদূর আমেরিকায় বসেই সাড়ে ৩ কোটির অনুদান তুললেন ভারতীয় বংশোদ্ভূত তরুণী

করোনা-বিধ্বস্ত ভারতের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ তরুণী চিকিৎসকের।
Posted: 01:19 PM May 09, 2021Updated: 01:35 PM May 09, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (Coronavirus) দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। এই অবস্থায় দেশ থেকে দূরে থেকেও জন্মভূমির প্রতি তীব্র টানে এগিয়ে এলেন রুচিকা তলোয়ার। আমেরিকার (US) পেনসিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয়ের রোগী দেখে দিন কাটে পেশায় চিকিৎসক ভারতীয় বংশোদ্ভূত রুচিরার (Indian-American doctor)। সুদূর থেকেই তাঁর মন ব্যাকুল হয়ে উঠেছিল ভারতের শোচনীয় পরিস্থিতি দেখে। তাই শুরু করেছিলেন সাহায্যের জন্য অনুদান সংগ্রহ করা। ইতিমধ্যেই তিনি সংগ্রহ করে ফেলেছেন ৫ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় অঙ্কে সংখ্যাটা ৩ কোটি ৬৭ লক্ষ টাকা।

Advertisement

প্রবল পরিশ্রম করে অল্প দিনে এত টাকা তুলে ফেলেই ক্ষান্ত হননি তিনি। ইতিমধ্যেই অক্সিজেন কনসেন্ট্রেটর থেকে শুরু করে অন্যান্য জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠাতে শুরুও করে দিয়েছেন। দিল্লি, কলকাতা, আমেদাবাদের মতো বহু শহরেই পৌঁছে গিয়েছে তাঁর পাঠানো সাহায্য। এর মধ্যেই ইন্দো-আমেরিকান এই তরুণীর অসাধারণ উদ্যোগের কথা প্রকাশ করেছে ‘সিএনএন’। সেই খবরের স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে নিজের কাজের কথা সবিস্তারে সকলকে জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: ৫ বছর আগেই করোনাকে ‘জৈব অস্ত্র’ হিসাবে ব্যবহার করার ছক কষেছিল চিন, প্রকাশ্যে চাঞ্চল্যকর নথি]

তবে তিনি একা নন। বহু মার্কিন চিকিৎসকই তাঁর সঙ্গে হাতে হাত মিলিয়ে অনুদান সংগ্রহ করেছেন। নিজেরাও সাধ্যমতো অর্থসাহায্য করেছেন। আপাতত শহরাঞ্চল পেরিয়ে দেশের গ্রামীণ এলাকাগুলিতেও সাহায্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছেন রুচিরা।

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় গত কয়েক সপ্তাহ ধরেই বেসামা‌ল দেশ। পরিস্থিতি সামলাতে লকডাউনের পথে হেঁটেছে অনেক রাজ্যই। কিন্তু কোনও কিছুতেই রোখা যাচ্ছে না সংক্রমণ। লাগাতার রেকর্ড গড়ার পর রবিবার মৃতের সংখ্যা সামান্য কমলেও তা স্বস্তিদায়ক মোটেই নয়। কারণ, গত ২৪ ঘণ্টাতেও দেশে মারণ এই ভাইরাসের কবলে পড়েছেন চার লক্ষের বেশি মানুষ। মৃত্যুও হয়েছে চার হাজারের বেশি।

[আরও পড়ুন: রাজ কাপুর ও দিলীপ কুমারের পৈতৃক ভিটে অধিগ্রহণ শুরু পাকিস্তানে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement