shono
Advertisement
Iran

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, ইরানে থাকা ভারতীয়দের নিরাপত্তায় নয়া নির্দেশিকা দূতাবাসের

যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে পড়েছেন প্রায় ১৬০০ ভারতীয় নাগরিক।
Published By: Amit Kumar DasPosted: 09:06 PM Jun 15, 2025Updated: 01:02 PM Jun 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরান ও ইজরায়েলের (Israel- Iran War) মধ্যে চলতে থাকা সংঘর্ষ ক্রমশ গুরুতর আকার নিচ্ছে। ভয়াবহ এই যুদ্ধ পরিস্থিতিতে ইরানে (Iran) আটকে পড়েছেন প্রায় ১৬০০ ভারতীয় নাগরিক। তাঁদের নিরাপত্তার কথা মাথার রেখে এবার নয়া নির্দেশিকা জারি করল ভারতীয় দূতাবাস। একাধিক হেল্পলাইন নম্বরের পাশাপাশি যোগাযোগের জন্য জারি করা হয়েছে টেলিগ্রাম লিঙ্ক।

Advertisement

সোশাল মিডিয়ায় ইরানে অবস্থিত ভারতীয়দের জন্য টেলিগ্রাম লিঙ্ক শেয়ার করে তেহরানের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, এই লিঙ্ক শুধুমাত্র ইরানে থাকা ভারতীয়দের জন্য। সেখানে থাকা বর্তমান পরিস্থিতি ও খোঁজখবরের জন্য সকলকে ওই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার অনুরোধ করা হয়েছে। সকল ভারতীয়দের সতর্ক থাকতে ও দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি একাধিক হটলাইন নম্বরও শেয়ার করেছে দূতাবাস। যে কোনওরকম সমস্যায় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নম্বরগুলি হল...
আপৎকালীন পরিস্থিতিতে যোগাযোগের জন্য +98 9128109115 ও +989128109109, ফোনে যোগাযোগের জন্য +989128109115, +98 9128109109, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাইলে +98901044557, +98 9015993320, +918086871709। এছাড়া, ইরানের ভান্দর আব্বাস থেকে যোগাযোগের নম্বর +98 9177699036 এবং জাহেদান থেকে যোগাযোগের নম্বর +98 9396356649।

এদিকে গুরুতর এই পরিস্থিতিতে ইরানে অবস্থিত ভারতীয়দের উদ্ধারের জন্য সরকারের উপর চাপ বাড়াতে শুরু করেছে বিরোধী শিবির। রবিবার এই ইস্যুতে মিম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘বর্তমানে ইরানে আটকে রয়েছেন ১৫৯৫ জন ভারতীয়। যাঁদের মধ্যে ১৪০ জন তেহরান বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল বিভাগের পড়ুয়া। এর পাশাপাশি ইরাকে আটকে রয়েছেন আরও ১৮৩ জন তীর্থযাত্রী। আমি এই বিষয়ে রাষ্ট্রদূত আনন্দ প্রকাশের সঙ্গে কথা বলেছি। এবং সেখানে আটকে পড়া নাগরিকদের বিষয়ে জানিয়েছি। অনুরোধ করেছি যাতে দ্রুত ভারতীয় নাগরিকদের দেশে ফেরানো হয়। পাশাপাশি আমি বিদেশমন্ত্রী এস জয়শংকর ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কাছে আবেদন জানাব যত তাড়াতাড়ি সম্ভব সকল ফেরানো হোক।’

উল্লেখ্য, গত শুক্রবার ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয় ইজরায়েলের তরফে। তার জেরে মৃত্যু হয়েছে ইরান সেনার চিফ অফ স্টাফ মহম্মদ বাঘেরি, রেভোলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি, ইরানের এমার্জেন্সি কমান্ডের কমান্ডার এবং দুই শীর্ষ সেনা আধিকারিকের। প্রাণ হারিয়েছেন ইরানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানিরও। এছাড়াও ৯ পারমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইজরায়েল। ইজরায়েলের অপারেশন ‘রাইজিং লায়ন’-এর পালটা ‘অপারেশন ট্রু প্রমিস ৩’ শুরু করেছে ইরান। দুই তরফের এই যুদ্ধে এখনও পর্যন্ত প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। শুক্রবারের পর শনি-রবিবারও একের অপরের উদ্দেশে বেলাগাম ড্রোন ও মিসাইল ছুড়েছে দুই দেশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে পড়েছেন প্রায় ১৬০০ ভারতীয় নাগরিক।
  • ভারতীয়দের নিরাপত্তার কথা মাথার রেখে এবার নয়া নির্দেশিকা জারি করল ভারতীয় দূতাবাস।
  • ইরানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের জন্য সরকারের উপর চাপ বাড়াতে শুরু করেছে বিরোধী শিবির।
Advertisement