shono
Advertisement

জাপানে সুনামি আতঙ্ক, হেল্পলাইন নম্বর চালু করল ভারতীয় দূতাবাস

৭.৬ মাত্রায় তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান।
Posted: 05:09 PM Jan 01, 2024Updated: 05:24 PM Jan 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের প্রথমদিনেই বড় প্রাকৃতিক বিপর্যয় জাপানে। ৭.৬ মাত্রায় তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে উদীয়মান সূর্যের দেশ। ভূমিকম্পের ঠিক পরেই শুরু হয়েছে সুনামি। এই ভয়াবহ পরিস্থিতিতে হেল্পলাইন নম্বর চালু করল টোকিওর ভারতীয় দূতাবাস।     

Advertisement

সোমবার একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ভারতীয় দূতাবাসের তরফে। যেখানে কয়েকটি হেল্পলাইন নম্বর ও একটি ইমেল আইডি দিয়ে জানানো হয়েছে, দূতাবাসের তরফে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ১ জানুয়ারি, ২০২৪ যাঁরা ভূমিকম্প ও সুনামির কবলে পড়েছেন তাঁরা যে কোনও রকম সাহায্যের জন্য এই নম্বরগুলো ও ইমেলে যোগাযোগ করুন। 

+81-80-3930-1715 (Yakub Topno)
+81-70-1492-0049 (Ajay Sethi)
+81-80-3214-4734 (DN Barnwal)
+81-80-6229-5382 (S Bhattacharya)
+81-80-3214-4722 (Vivek Rathee)
sscons.tokyo@mea.gov.in offfseco.tokyo@mea.gov.in

জানা গিয়েছে, সোমবার স্থানীয় সময় বিকেল চারটে নাগাদ প্রবল ভূমিকম্প (Japan Earthquake) হয় জাপানে। রিখটার স্কেলের ৭.৬-এর বেশি মাত্রায় কেঁপে ওঠে দেশের পশ্চিমদিকের এলাকাগুলো। সঙ্গে সঙ্গেই উপকূলবর্তী এলাকার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ আশ্রয়ে। দেশজুড়ে জারি হয় সুনামি সতর্কতা। সমুদ্রের ঢেউ ৫ মিটার পর্যন্ত উঠতে পারে বলেও আশঙ্কা আবহাওয়া দপ্তরের। 

[আরও পড়ুন: বছরের প্রথম দিনেই ৭.৫ রিখটার স্কেলে ভূমিকম্প জাপানে, আছড়ে পড়ল সুনামি]

জাপানের সংবাদমাধ্যম সূত্রে খবর, ইশিকাওয়ার নোটো এলাকায় কম্পনের উৎসস্থল। তার পরে কম্পন অনুভূত হয়েছে রাজধানী টোকিও থেকে শুরু করে একাধিক বড় শহরে। রাস্তায় ফাটল ধরেছে। বেশ কয়েকটি বাড়িঘর ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকে পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যেই এক মিটার সমান উঁচু ঢেউ উঠতে শুরু হয়েছে ইশিকাওয়া এলাকার উপকূলে। সুনামি সতর্কতা জারি হয়েছে গোটা দেশে। উপকূলবর্তী এলাকাগুলোর বাসিন্দাদের বলা হয়েছে, উঁচু বাড়িতে বা অন্য এলাকায় আশ্রয় নিতে।  পাশাপাশি সতর্কতা জারি হয়েছে জাপানের প্রতিবেশী দেশ কোরিয়া ও রাশিয়াতেও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement