shono
Advertisement
Canada

নাতনিকে দেখতে গিয়ে স্কুলছাত্রীদের যৌন হেনস্তা! কানাডা থেকে বিতাড়িত ভারতীয় প্রৌঢ়

দ্রুতই কানাডা থেকে ভারতে ফেরানো হবে ওই ব্যক্তিকে।
Published By: Anwesha AdhikaryPosted: 02:26 PM Nov 24, 2025Updated: 02:27 PM Nov 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাতনিকে দেখতে গিয়ে স্কুলছাত্রীদের হেনস্তা! কানাডায় দোষী সাব্যস্ত হলেন ভারতীয় প্রৌঢ়। এবার কানাডা থেকে প্রত্যর্পণ করা হবে ওই প্রৌঢ়কে। জানা গিয়েছে, গত সেপ্টেম্বর মাসে জগজিৎ সিং নামে ওই ভারতীয় গ্রেপ্তার হন কানাডায়। বারদুয়েক জামিন পেলেও অবশেষে তাঁকে কানাডা থেকে প্রত্যপর্ণের নির্দেশ দেন বিচারক। দ্রুতই কানাডা থেকে ভারতে ফেরানো হবে জগজিৎকে।

Advertisement

জানা গিয়েছে, ৬ মাসের ভিসা নিয়ে কানাডায় গিয়েছিলেন জগজিৎ। সদ্যোজাত নাতনিকে দেখতে যাওয়ার জন্যই ভিসা পেয়েছিলেন ৫১ বছর বয়সি ওই ব্যক্তি। কিন্তু অন্টারিও পৌঁছে স্কুলছাত্রীদের হেনস্তা শুরু করেন তিনি। স্মোকিং এরিয়ায় গিয়ে তিনি স্কুলছাত্রীদের সঙ্গে জোর করে কথা বলতেন। মাদক সংক্রান্ত বিষয় নিয়ে আপত্তিকর আলোচনা করতেন। এমনকি স্কুলছাত্রীদের সঙ্গে জোর করে ছবিও তুলতে চাইতেন জগজিৎ। এখানেই শেষ নয়, স্কুলছাত্রীদের আপত্তিকরভাবে স্পর্শ করা, তাদের পিছু নেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় প্রৌঢ়ের বিরুদ্ধে।

অভিযুক্ত জগজিৎ সিং।

একাধিক অভিযোগের ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর জগজিৎকে গ্রেপ্তার করা হয় যৌন হেনস্তার অভিযোগে। দু'দিন পরে জামিন পান তিনি। কিন্তু সেদিনই ফের অভিযোগ দায়ের হয় জগজিতের বিরুদ্ধে। ফলে আবারও গ্রেপ্তার হন তিনি। সার্নিয়ার আদালতের বিচারক ক্রিস্টা লিন লেজসিজনস্কি জানান, ওই স্কুল চত্বরে যাওয়ার কোনও প্রয়োজন ছিল না জগজিতের। তিনি যে কাণ্ড ঘটিয়েছেন সেটা মোটেও বরদাস্ত করা হবে না।

আদালতে জগজিতের আইনজীবী সওয়াল করেন, চলতি মাসের শেষেই ভারতে ফেরার টিকিট রয়েছে তাঁর মক্কেলের। তবে সেই আবেদন উপেক্ষা করেই জগজিৎকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেন কানাডার বিচারক। আগামী দিনে কানাডায় প্রবেশাধিকারও কেড়ে নেওয়া হয়েছে তাঁর। খুব তাড়াতাড়িই ভারতে প্রত্যর্পণ করা হবে জগজিৎকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৬ মাসের ভিসা নিয়ে কানাডায় গিয়েছিলেন জগজিৎ। সদ্যোজাত নাতনিকে দেখতে যাওয়ার জন্যই ভিসা পেয়েছিলেন ৫১ বছর বয়সি ওই ব্যক্তি।
  • একাধিক অভিযোগের ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর জগজিৎকে গ্রেপ্তার করা হয় যৌন হেনস্তার অভিযোগে। দু'দিন পরে জামিন পান তিনি।
  • জগজিৎকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেন কানাডার বিচারক। আগামী দিনে কানাডায় প্রবেশাধিকারও কেড়ে নেওয়া হয়েছে তাঁর।
Advertisement