shono
Advertisement

Breaking News

Mohammed Shami

নতুন বছরে টিম ইন্ডিয়ায় ফিরছেন শামি! তারকা পেসারের আগুনে ফর্মে 'পালটি' খেতে বাধ্য বোর্ডও?

নিউজিল্যান্ডের বিরুদ্ধেই কামব্যাক তারকা পেসারের?
Published By: Arpan DasPosted: 09:56 AM Dec 31, 2025Updated: 09:56 AM Dec 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স ৩৫। কিন্তু ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ম্যাচ জেতাচ্ছেন। কিন্তু জাতীয় দলের দরজা কিছুতেই খুলছে না মহম্মদ শামির জন্য। বিজয় হাজারেতে বাংলার শেষ ম্যাচেও তিন উইকেট তুলেছেন। এবার কি টিম ইন্ডিয়ায় ফিরতে চলেছেন তারকা পেসার? নতুন বছরে কিন্তু সেই সম্ভাবনার দরজা খোলা থাকছে।

Advertisement

২০২৭-এ ওয়ানডে বিশ্বকাপ। গত ওয়ানডে বিশ্বকাপে আগুনে ফর্মে ছিলেন তিনি। তারপর চোট সারিয়ে কামব্যাক করেন। চলতি বছরে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলেও তিনি। কিন্তু তারপর থেকে আর ডাক পাননি। এই নিয়ে ভুল বোঝাবুঝিই শুধু বেড়েছে। এমনকী বোর্ডের নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছিলেন, শামি সম্বন্ধে নাকি তাঁদের কাছে কোনও খবরই নেই।

তবে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বোর্ডের এক সূত্র বলেছেন, "মহম্মদ শামিকে নিয়ে প্রায়ই আলোচনা হয়। ওকে কখনই পরিকল্পনার বাইরে রাখা যায় না। তবে ওকে নিয়ে সবচেয়ে বড় সমস্যা ফিটনেশ। ওর মতো প্রতিভাবান বোলার নিঃসন্দেহে উইকেট তুলে দেবে। তাই ও আমাদের পরিকল্পনার বাইরে, এটা কখনই বলা যাবে না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও ওকে হিসেবের মধ্যে ধরা হচ্ছে। শামির অভিজ্ঞতা ও প্রতিভাকে মাথায় রেখে দলে নেওয়া হতেই পারে। এমনকী ২০২৭-র বিশ্বকাপেও ওকে ভাবা হতে পারে।"

তবে সবটাই সম্ভাবনা। কিন্তু বাংলার পেসার থামেননি। নিয়মিত পারফর্ম করেছেন। রনজিতে ৪ ম্যাচে ২০ উইকেট তুলেছেন। বিজয় হাজারে ও সৈয়দ মুস্তাক আলি ট্রফি মিলিয়ে শেষ ৬ ম্যাচে পেয়েছেন ১৭ উইকেট। সেটার জোরে ফের জাতীয় দলে ঢোকার মুখে তিনি। তবে এটাও ঠিক, ২০২৭ বিশ্বকাপের সময় তাঁর বয়স হবে ৩৭। ততদিন কি নিজের ফিটনেস ধরে রাখতে পারবেন শামি?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বয়স ৩৫। কিন্তু ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ম্যাচ জেতাচ্ছেন।
  • কিন্তু জাতীয় দলের দরজা কিছুতেই খুলছে না মহম্মদ শামির জন্য।
  • বিজয় হাজারেতে বাংলার শেষ ম্যাচেও তিন উইকেট তুলেছেন।
Advertisement