সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেমস নদীতে পা ধুয়ে বিতর্কের মুখে পড়লেন ভারতীয় যুবক। ভাইরাল হওয়া এক ভিডিওয় দেখা গিয়েছে তাঁকে। এমনও জানা যাচ্ছে, নদীর জলে কেবল পা ধোয়াই নয়, স্নানও করেন তিনি। নেটিজেনদের কটাক্ষ, 'গঙ্গা-যমুনা কি যথেষ্ট ছিল না? এবার কি টেমসকে বিকল্প ভাবা শুরু হয়ে গেল?'
লন্ডনের বিখ্যাত নদী টেমস। শহরের হৃদয় দিয়ে প্রবাহিত হয়ে চলেছে। শহরে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ এই নদী। লন্ডন আই, টাওয়ার ব্রিজের মতোই এখানে এলে টেমস না দেখে ফিরে যাওয়ার কথা ভাবতেই পারেন না তাঁরা। ওই ভারতীয় যুবকও সেটাই করেন। কিন্তু তিনি কেবল টেমস দেখেই ক্ষান্ত দেননি। সেখানে পাও ধুয়ে ফেলেন। কেন তিনি ওই নদীতে পা ধোওয়ার মতো 'নির্বুদ্ধিতা' করলেন প্রশ্ন তুলছেন বহু নেটিজেন।
একজন নেটিজেন লিখছেন, 'পা ধুও না ভাই। ওরা এই জল খাচ্ছে, প্লিজ পা ধুও না।' আরেকজন লিখেছেন, 'আমি তো বুঝতেই পারছি না, নদীতে পা ধোওয়ার অর্থ কী?' কেউ আবার প্রশ্ন তুলছেন, ওই জলে পা ধোওয়া কি বেআইনি! পাশাপাশি এই প্রশ্নও তোলা হয়েছে, গঙ্গা-যমুনা ফেলে টেমসে পা ধোওয়ার কী অর্থ।
প্রসঙ্গত, টেমস নদীর জলের দূষণ নিয়ে বিতর্ক অনেকদিনের। এমনকী, লন্ডনের বাইরেও এই বিতর্ক ছড়িয়ে পড়েছে। দেখা গিয়েছে বহু জায়গাতেই নদীর জলের মান অত্যন্ত খারাপ। এমনকী কোথাও কোথাও তা ন্যূনতম মানের থেকেও নিচে।
