shono
Advertisement

Breaking News

Pakistan

পাকিস্তানে তীর্থ করতে গিয়ে নিখোঁজ! ধর্মান্তরিত হয়ে পাক নাগরিককে বিয়ে পাঞ্জাবি মহিলার

দুই সন্তানের মা সরবজিৎ এখন নুর।
Published By: Biswadip DeyPosted: 12:19 PM Nov 15, 2025Updated: 12:19 PM Nov 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে তীর্থ করতে যাওয়া যাত্রীদের মধ্যে ছিলেন তিনি। কিন্তু বাকিরা দেশে ফিরলেও খোঁজ মিলছিল না তাঁর। অবশেষে জানা গেল পাকিস্তানে গিয়ে ধর্মান্তরিত হয়ে বিয়ে করেছেন পাঞ্জাবের প্রৌঢ়া সরবজিৎ কৌর। তিনি ইসলামে ধর্মান্তরিত হয়ে সংসার পেতেছেন সেদেশে।

Advertisement

৫২ বছরের সরবজিৎ পাঞ্জাবের কাপুরথালার বাসিন্দা ছিলেন। গুরু নানকের ৫৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশপর্বে যোগ দিতে ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে ৪ নভেম্বর পাকিস্তানে প্রবেশ করেন ১৯৯২ জন তীর্থযাত্রী। ১০ দিন তাঁরা ছিলেন সেখানে। এরপর ১৩ নভেম্বর দলটি ফিরে আসে ভারতে। কিন্তু দেখা যায়, বাকিরা ফিরলেও কোনও খোঁজ নেই সরবজিতের। এরপর অভিবাসন দপ্তরের তরফে খবর দেওয়া হয় পাঞ্জাব পুলিশে। পুলিশ তদন্তে নেমে ভারতীয় এজেন্সিগুলিকে প্রাথমিক তদন্ত রিপোর্ট পাঠায়। এরপর ভারতের তরফে পাকিস্তানি সূত্রের সঙ্গে যোগাযোগ করা হয়। তারপর সামনে আসে আসল ঘটনাটি। জানা যায়, সরবজিৎ পাকিস্তানেই রয়েছেন। ধর্মান্তরিত হয় তিনি বিয়ে করেছেন নাসির হুসেন নামের এক স্থানীয়কে। লাহোর থেকে ৫৬ কিমি দূরে শেখপুরায় থাকতে শুরু করেছেন ওই প্রৌঢ়া। নাম বদলে এখন তাঁর নাম নুর। একটি নিকাহনামাও প্রকাশ্যে এসেছে।

দুই সন্তানের মা সরবজিৎ বিবাহ বিচ্ছিন্না। গত তিরিশ বছর ধরে তাঁর স্বামী ইংল্যান্ডে থাকেন। কেন হঠাৎ ওই প্রৌঢ়া এমন সিদ্ধান্ত নিলেন তা জানা যায়নি। ওই যুবককে তিনি আগে থেকে চিনতেন কিনা তাও এখনও পরিষ্কার হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তানে তীর্থ করতে যাওয়া যাত্রীদের মধ্যে ছিলেন তিনি। কিন্তু বাকিরা দেশে ফিরলেও খোঁজ মিলছিল না তাঁর।
  • অবশেষে জানা গেল পাকিস্তানে গিয়ে ধর্মান্তরিত হয়ে বিয়ে করেছেন পাঞ্জাবের প্রৌঢ়া সরবজিৎ কৌর।
  • তিনি ইসলামে ধর্মান্তরিত হয়ে সংসার পেতেছেন সেদেশে।
Advertisement