shono
Advertisement
US Airport

মার্কিন বিমানবন্দরে ৮ ঘণ্টা আটকে ভারতীয় তরুণীকে 'হেনস্তা', পোশাক খুলিয়ে তল্লাশি পুরুষদের!

প্রচণ্ড ঠাণ্ডা একটি ঘরে আটকে রেখে কেড়ে নেওয়া হয় তাঁর ফোন এবং ওয়ালেট।
Published By: Anwesha AdhikaryPosted: 04:31 PM Apr 08, 2025Updated: 04:31 PM Apr 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার বিমানবন্দরে ভারতীয় তরুণীকে হেনস্তা! অভিযোগ, শীতবস্ত্র খুলিয়ে দীর্ঘক্ষণ ঠাণ্ডা ঘরে বসিয়ে রাখা হয়েছে তাঁকে। শরীরে কিছু লুকিয়ে রেখেছেন কিনা, সেটা তল্লাশি করেছেন বিমানবন্দরের পুরুষ কর্মীরা। কোনওমতে দেশে ফিরে নিজের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন তরুণী অন্ত্রপ্রোনর শ্রুতি চতুর্বেদী।

Advertisement

ঠিক কী ঘটেছে শ্রুতির সঙ্গে? জানা গিয়েছে আলাস্কার আঙ্কোরেজ বিমানবন্দর থেকে বিমান ধরার কথা ছিল তাঁর। অন্যান্য জিনিসপত্রের সঙ্গে শ্রুতির ব্যাগে ছিল একটি পাওয়ার ব্যাঙ্ক। সেই নিয়েই সমস্যা। বিমানবন্দরের কর্মীরা বলেন, ওই পাওয়ার ব্যাঙ্কটি সন্দেহজনক। তারপরেই অন্যান্য যাত্রীদের থেকে আলাদা করে সরিয়ে নিয়ে যাওয়া হয় শ্রুতিকে। প্রচণ্ড ঠাণ্ডা একটি ঘরে আটকে রেখে কেড়ে নেওয়া হয় তাঁর ফোন এবং ওয়ালেট।

ওই ঘরে তাঁকে রীতিমতো হেনস্তা করা হয় বলে জানিয়েছেন শ্রুতি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "পুলিশ এবং এফবিআই মিলে টানা ৮ ঘণ্টা আমাকে জেরা করে। অদ্ভুত সব প্রশ্ন করছিল। শরীরে কোথাও কিছু লুকিয়ে রেখেছি কিনা, তল্লাশি করেছেন একজন পুরুষ কর্মী, তাও ক্যামেরার সামনে। আমার শীতের পোশাক খুলতে বাধ্য করা হয়েছিল। শৌচাগারে যেতে দেওয়া হয়নি। অনেক অনুরোধ সত্ত্বেও একটা ফোন করতে পারিনি।"

টানা ৮ ঘণ্টা হেনস্তার পরে ছেড়ে দেওয়া হয় শ্রুতিকে। কিন্তু ততক্ষণে ভারতে ফেরার উড়ান মিস করেছেন তিনি। মার্কিন মুলুকে বসে এমন ভয়ানক অভিজ্ঞতা, কিন্তু দেশে কাউকে ফোন করে সেটা জানাতে পারেননি, কারণ ফোন কেড়ে নিয়েছিল মার্কিন নিরাপত্তাকর্মীরা। আমেরিকা ছেড়ে বেরনোর পরে গোটা অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সোশাল মিডিয়ায়। কিন্তু অকারণে কেন এভাবে লাঞ্ছিত হতে হল? প্রশ্ন তুলেছেন শ্রুতি। নিজের পোস্টে ট্যাগ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শংকরকে। উল্লেখ্য, এর আগে বহুবার মার্কিন বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন ভারতীয়রা। শাহরুখ খান থেকে শিল্পা শেট্টি, তাঁরাও রয়েছেন এই তালিকায়। প্রশ্ন উঠছে, কেন বেছে বেছে ভারতীয়দেরই টার্গেট করা হচ্ছে মার্কিন বিমানবন্দরে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আলাস্কার আঙ্কোরেজ বিমানবন্দর থেকে বিমান ধরার কথা ছিল তাঁর।
  • অন্যান্য যাত্রীদের থেকে আলাদা করে সরিয়ে নিয়ে যাওয়া হয় শ্রুতিকে। প্রচণ্ড ঠাণ্ডা একটি ঘরে আটকে রেখে কেড়ে নেওয়া হয় তাঁর ফোন এবং ওয়ালেট।
  • এর আগে বহুবার মার্কিন বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন ভারতীয়রা।
Advertisement