shono
Advertisement

Breaking News

Mecca Grand Mosque

মক্কায় মসজিদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা! নিরাপত্তারক্ষীর কৌশলে 'মিরাকল', ভাইরাল ভিডিও

দেখুন হাড়হিম সেই ভিডিও।
Published By: Amit Kumar DasPosted: 03:40 PM Dec 26, 2025Updated: 06:16 PM Dec 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কপালজোরই বটে। মক্কার গ্র্যান্ড মসজিদের উপর থেকে ঝাঁপ দিয়েও শেষমুহূর্তে নিরাপত্তারক্ষীর কৌশলে প্রাণে বেঁচে গেলেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার অর্থাৎ ২৫ ডিসেম্বর। হাড়হিম সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। জানা যাচ্ছে, যুবককে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন ওই নিরাপত্তারক্ষীও।

Advertisement

প্রতিদিন লক্ষ তীর্থযাত্রীর ভিড় থাকে সৌদি আরবের মক্কার জনপ্রিয় ওই মসজিদ আল-হারাম। বৃহস্পতিবারও তীর্থযাত্রীদের ভিড় ছিল সেখানে। তখনই হঠাৎ এই ঘটনা নজরে আসে। মক্কার আমিরাত নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে যে ভিডিও পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, মসজিদের ভিতরে একেবারে উপরের তলায় সকলের নজর এড়িয়ে রেলিং টপকে ঝাঁপ দিচ্ছেন এক ব্যক্তি। এই কাণ্ড দেখে সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হন এক নিরাপত্তারক্ষী। ওই ব্যক্তি ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষী পড়ে যাওয়ার আগের মুহূর্তে হাত বাড়িয়ে ক্যাচ করেন তাঁকে। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন দু'জন। বাকিরা সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হন ও দু'জনকেই উদ্ধার করেন।

মসজিদ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মাটিতে পড়ার আগেই ওই ব্যক্তিকে ধরে ফেলায় প্রাণে বেঁচে যান তিনি। নিরাপত্তারক্ষী কিছুটা আহত হলেও চোট সামান্যই। উল্লেখ্য, মক্কার গ্র্যান্ড মসজিদের আনুষ্ঠানিক নাম মসজিদ আল-হারাম। বিশ্বের সবচেয়ে বড় এই মসজিদ সৌদি আরবের মক্কা শহরে অবস্থিত। মসজিদটি ঘিরে রেখেছে মুসলিমদের পবিত্র প্রার্থনাকেন্দ্র কাবাকে। একত্রে ৪০ লক্ষ মানুষ এই মসজিদে নামাজে অংশ নিতে পারেন। মসজিদটি ৩৮ লক্ষ বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত। সপ্তম শতাব্দীতে এই মসজিদের সূচনা হয়। পরবর্তীতে ধাপে ধাপে তা সংস্কার ও সম্প্রসারণ করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মক্কার গ্র্যান্ড মসজিদের উপর থেকে ঝাঁপ দিয়েও শেষমুহূর্তে প্রাণরক্ষা।
  • চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার অর্থাৎ ২৫ ডিসেম্বর।
  • যুবককে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন নিরাপত্তারক্ষী।
Advertisement