সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বংশোদ্ভূত নার্সকে মেরে মুখ ফাটিয়ে দিলেন এক রোগী! এই ঘটনা ফ্লোরিডার। কিন্তু কেন এমন কাণ্ড ঘটালেন ওই যুবক? নেপথ্যে রয়েছে ভারতীয়দের প্রতি ঘৃণা। তাঁর আজব দাবি, "ভারতীয়রা খারাপ। তাই মেরে মুখ ফাটিয়ে দিয়েছি।" ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, নিগৃহীত নার্সের নাম লীলাম্মা লাল। তিনি পামস ওয়েস্ট হাসপাতালে কর্মরত। দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে সেখানে কাজ করছেন। ওখানেই ভর্তি ছিলেন ৩৩ বছরের স্টিফেন স্ক্যান্টলবারি। তিনি বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে খবর। অভিযোগ, গত সপ্তাহে স্টিফেন খোঁজখবর নিতে গিয়েছিলেন ৬৭ বছরের লীলাম্মা। সেই সময় ঘরে অন্য কেউ ছিল না। সুযোগ বুঝে লীলাম্মার উপর ঝাঁপিয়ে পড়েন স্টিফেন। তাঁর মুখ এলোপাথারি ঘুষি মারতে শুরু করেন। গুরুতর আহত হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন ভারতীয় বংশোদ্ভূত নার্স। এরপর সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত যুবক।
এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় প্রশাসন বিবৃতি দিয়ে জানিয়েছে, স্টিফেনের মারে লীলাম্মা গুরুতর আহত হয়েছেন। তাঁর মুখের প্রায় সব কটি হাড় ভেঙে গিয়েছে। চোখে এমন আঘাত লেগেছে যে তাঁর দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসা চলছে লীলাম্মার। পুলিশ জানিয়েছে, জেরার মুখে স্টিফেন দাবি করেছেন, "ভারতীয়রা খারাপ। তাই আমি ওই নার্সকে মেরে মুখ ফাটিয়ে দিয়েছে।" সূত্রের খবর, স্টিফেনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে আদালতে তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।
