সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রাজিলে জি ২০ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরকে কুর্নিশ জানালেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতো। জয়শংকর নিজের পরিচয় দিতেই প্রেসিডেন্ট প্রবোও একগাল হেসে বললেন, "আমি আপনাকে চিনি। আপনি তো বিখ্যাত মানুষ।"
দ্বিপাক্ষিক বৈঠকের আগে জয়শংকর এবং প্রবোও সুবিয়ানতো করমর্দন করেন। যা দেখে মুচকি হাসতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদিকে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের বক্তব্য, বৈদেশিক কূটনীতিতে ভারতের বিদেশমন্ত্রীর দক্ষতা এখন গোটা বিশ্ব জেনে গিয়েছে। বিভিন্ন জটিল ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ কৃতিত্বের সঙ্গে সামলাচ্ছেন জয়শংকর। সেই কারণেই ইন্দোনেশিয়ান প্রেসিডন্টের উষ্ণ অভ্যর্থনা।
গত বছরে জি২০ সম্মেলনের আয়োজক দেশ ছিল ভারত। সেখানে সম্মেলনের ভাবনা স্থির করা হয়েছিল ‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ’। ব্রাজিলে জি২০ সম্মেলনে গতকাল নিজের বক্তব্যে নতুন করে সেই বার্তা দিয়েছেন মোদি। বুধবার ইন্দোনেশিয়ান প্রেসিডন্টের সঙ্গে বাণিজ্য, স্বাস্থ্যক্ষেত্রে এবং নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী মোদি। উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের পর এটাই ছিল ভারতের সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক।