সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকা-ভেনেজুয়েলা স্নায়ুযুদ্ধে এবার ইরানের প্রবেশ! ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধে আমেরিকারকে তোপ দাগল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের তীব্র নিন্দা করে বিবৃতি দিল ইরানের বিদেশ মন্ত্রক। জানানো হয়েছে, এই ঘটনা শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘন নয়, একইসঙ্গে বিশ্বজুড়ে বিমান চলাচলের জন্য হুমকি।
ট্রাম্পের ঘোষণার পরই শনিবার এই ইস্যুতে সরব হন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই। কড়া সুরে তিনি বলেন, "ট্রাম্পের একতরফা পদক্ষেপ বিমান পরিবহণ সংক্রান্ত আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।" একইসঙ্গে জানান, আমেরিকার এই পদক্ষেপ ভেনেজুয়েলার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে উসকানিমূলক ও অবৈধ পদক্ষেপের আরও একটি নজির। এই ধরনের ঘটনা আন্তর্জাতিক বিমান চলাচলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দেয়। যা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক।" আমেরিকার এহেন একতরফা হুঁশিয়ারি দেশের মধ্যে অস্থিরতা তৈরির ভয়ংকর ষড়যন্ত্র বলে দাবি করেছে ইরান।
ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের নির্দেশ দিয়ে শনিবার সোশাল মিডিয়ায় ট্রাম্প লিখেন, ‘সমস্ত এয়ারলাইন্স, পাইলট, মাদক পাচারকারী ও মানব পাচারকারীদের উদ্দেশে এই বার্তা। দয়া করে ভেনেজুয়েলা এবং তার আশেপাশের আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার বিষয়টি মাথায় রাখবেন।’ ট্রাম্পের বিবৃতিতে স্পষ্ট, যে তিনি চান না ভেনেজুয়েলার আকাশে কোনওরকম বিমান চলাচল করুক। যদিও জানা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের এহেন হুঁশিয়ারি বিষয়ে সম্পূর্ণ অজ্ঞাত মার্কিন প্রশাসন। মার্কিন প্রতিরক্ষা বিভাগও এই বিষয়ে সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেননি।
উল্লেখ্য, বরাবরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চক্ষুশূল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুর। দীর্ঘ দিন ধরে সামরিক উত্তেজনা চলছে দুই দেশের। ক্যারিবিয়ান অঞ্চলে প্রচুর পরিমাণে সেনা মোতায়েন করেছেন আমেরিকা। বর্তমানে সাতটি মার্কিন যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক সাবমেরিন সেখানে মোতায়েন রয়েছে, যেখানে রয়েছেন প্রায় ৪ হাজার ৫০০ সেনা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন তাঁর সরকারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ শুরু করেছে আমেরিকা। ট্রাম্পের দিকে আঙুল তুলে তাঁর অভিযোগ, “মাথায় বন্দুক ঠেকিয়ে দেশের শাসন ব্যবস্থা বদলের চেষ্টা করছে আমেরিকা।” পালটা মাদুরোকে মাদক পাচারকারী বলে তোপ দেগে তাঁর গ্রেপ্তারিতে জন্য ৫০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে ট্রাম্প সরকার। তাঁর সরকারকেও অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। এহেন পরিস্থিতির মাঝেই ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের নির্দেশে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
