shono
Advertisement
Israel-Syria Conflict

মার্কিন মধ্যস্থতায় ইজরায়েল-সিরিয়া সংঘর্ষবিরতি, দাবি ট্রাম্পের দূতের

শান্তিপ্রক্রিয়ায় লেবানন, তুরস্ক, জর্ডনের মতো দেশগুলিরও ভূমিকা রয়েছে।
Published By: Kishore GhoshPosted: 05:26 PM Jul 19, 2025Updated: 06:57 PM Jul 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার তুরস্কের মার্কিন রাষ্ট্রদূত টম বারাক জানালেন, আমেরিকার মধ্যস্থতায় সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে ইজরায়েল এবং সিরিয়া। তিনি আরও জানিয়েছেন, এই শান্তিপ্রক্রিয়ায় লেবানন, তুরস্ক, জর্ডনের মতো দেশগুলিরও ভূমিকা রয়েছে। এক্স হ্যান্ডেলের পোস্টে টম লিখেছেন, "আমরা দ্রুজ, বেদুইন সুন্নিদের অস্ত্র সংবরণের অনুরোধ করছি। সেই সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে মিলেমিশে শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর একটি নতুন এবং ঐক্যবদ্ধ সিরিয়া গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।"

Advertisement

বুধবার সিরিয়ার রাজধানী দামাসকাসে সেনা হেড কোয়ার্টার লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েল। জানা গিয়েছে, দামাসকাসের সেনাঘাঁটির দরজা গুঁড়িয়ে গিয়েছে ইজরায়েলি হানায়। সিরিয়ার জাতীয় মিডিয়ার দপ্তরেও হামলা হয়, তার জেরে সম্প্রচার ছেড়ে পালিয়ে যান সঞ্চালিকা। প্রেসিডেন্টের বাসভবনের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। মিসাইল আছড়ে পড়ার ভিডিও ধরা পড়েছে সংবাদসংস্থা আল জাজিরার ক্যামেরায়। এই হামলায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে, আহত হন কমপক্ষে ১৮ জন। ইজরায়েলের দাবি, আরবে ধর্মীয় সংখ্যালঘু দ্রুজদের সুরক্ষা দিতেই ওই হামলা চালানো হয়। সিরিয়ার দীর্ঘকালীন স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর থেকে সরকারপন্থী বাহিনী এবং দ্রুজদের মধ্যে সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছে।

এর আগে তেল আভিভের তরফ থেকে জানানো হয়েছিল, সিরিয়ার দক্ষিণে দ্রুজদের বিরুদ্ধে সেদেশের প্রশাসন যা পদক্ষেপ করছে সেদিকে নজর রাখছে ইজরায়েলি সেনা। রাজনৈতিক নেতৃত্বের নির্দেশেই অপারেশন চালানো হয়েছে। গত কয়েকদিন ধরেই সিরিয়ার দক্ষিণে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় দ্রুজদের সঙ্গে সংঘাতে জড়িয়েছে সিরিয়ার সেনা। উল্লেখ্য, প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর বর্তমানে সিরিয়ার মসনদে সুন্নি ইসলামপন্থী নেতৃত্ব। তাদের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছে সংখ্যালঘু দ্রুজরা। এহেন পরিস্থিতিতে দ্রুজদের পাশে থাকার বার্তা দিয়েছে ইজরায়েল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার সিরিয়ায় বিমান হামলা চালায় ইজরায়েল।
  • ইজরায়েলের বিমান হামলায় দামাস্কাসের বেশ কয়েকটি সরকারি ভবনকে টার্গেট করা হয়।
Advertisement