shono
Advertisement

‘আমায় মেরো না, মেরো না’, হামাসের কাছে তরুণীর আবেদন ‘ভাইরাল’

ইজরায়েলে হামাস জঙ্গিদের বর্বরতা প্রকাশ্যে।
Posted: 01:51 PM Oct 09, 2023Updated: 03:01 PM Oct 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কা ভ্রমণ সেরে সদ‌্য ফিরেছিলেন দেশে। তার পরই প্রেমিক এবং অন‌্যান‌্য বন্ধুদের সঙ্গে চলে যান ট্রান্স মিউজিক ফেস্টিভ‌্যালে যোগ দিতে। জায়গাটার নাম কিবুৎজে রি’ম, একেবারে গাজা স্ট্রিপ লাগোয়া। শনিবার সেখান থেকেই সকলের চোখের সামনে ২৫ বছরের ইজরায়েলি তরুণী নোয়া আর্গামনিকে অপহরণ করে নিয়ে যায় হামাস জঙ্গিরা। নোয়ার অপহরণের মুহূর্তের সেই ভিডিও বর্তমানে ভাইরাল। সেখানে কাঁদতে কাঁদতে তরুণীকে বলতে দেখা গিয়েছে, ‘‘আমায় মেরো না। মেরো না।’’   

Advertisement

অন্যদিকে, প্রেমিকাকে যখন জঙ্গিরা অপহরণ করে মোটরসাইকেলে তুলে নিয়ে যাচ্ছে, তখন রাস্তার একপাশে পড়ে থেকে, অসহায়ভাবে তা দেখছেন প্রেমিক আভি নাথান। তাঁর মাথায় তখন বন্দুক তাক করে দাঁড়িয়ে জঙ্গিরা। শেষ পর্যন্ত অবশ‌্য খোঁজ মেলেনি তাঁরও । যোগাযোগও করা যায়নি কোনওভাবে। ইতিমধ্যেই নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন নাথানের ভাই। তাঁর কথায়,‘‘ফোনে পাচ্ছি না কাউকেই। আমরা অত‌্যন্ত উদ্বেগে আছি।’’

[আরও পরুন: হামাস জঙ্গিদের হামলায় বিধ্বস্ত ইজরায়েল! জখম নেপালের ৭ পড়ুয়া, বন্দি ১৭]

তবে শুধু নোয়া কিংবা নাথানই নন। ইজরায়েলের (Israel) অভিযোগ, শয়ে শয়ে সাধারণ মানুষকে অপহরণ করে নিয়ে গিয়েছে হামাস জঙ্গিরা। অকথ‌্য অত‌্যাচার চালাচ্ছে তাদের উপর। সোশাল মিডিয়া থেকেই মিলেছে আরও একটি ভিডিও, যেখানে ধরা পড়েছে জঙ্গিদের নৃশংসতার আরও একটি ছবি। ওই ভিডিওয় দেখা মিলেছে পণবন্দি এক ইজরায়েলি পরিবারকে। বাবা, মা এবং তিন সন্তান। ভিডিওয় দেখা গিয়েছে, সকলের চোখের সামনে দুই মেয়ের মধ্যে একজনকে গুলি করে মেরে ফেলল জঙ্গিরা। সবচেয়ে কনিষ্ঠ যে জন, সে কাঁদতে কাঁদতে বাবাকে জিজ্ঞেস করছে, ‘‘বাবা, তোমার হাতে রক্ত লেগে কেন?’’ কান্না থামছে না আরেক সন্তানের। ওদিকে বাবা-মা শোকে পাথর।

হৃদয়বিদারক ভিডিওটি এক্স হ‌্যান্ডলে পোস্ট করেছেন ইজরায়েলি সাংবাদিক ইন্ডিয়া নাফতালি। সঙ্গে লিখেছেন, ‘‘ইজরায়েলি এই পরিবারকে হামাস জঙ্গিরা অপহরণ করে, ক‌্যামেরার সামনে নিয়ে এসেছে। পরিবারের এক সন্তানকে সকলের চোখের সামনে গুলি করে মেরেছে। বর্বরতার সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে এই ঘটনা। বিশ্বের সকলের জানা উচিত, এখানে কী হচ্ছে। এই নিষ্ঠুরতা বন্ধে এগিয়ে আসুন বিশ্বের সবাই।’’

[আরও পরুন: ‘গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করব’, হুঙ্কার নেতানিয়াহুর! হামাস-ইজরায়েল সংঘর্ষে মৃত পাঁচশোর বেশি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement