shono
Advertisement

Breaking News

Israeli soldier

নমাজ পড়ার সময় প্যালিস্তিনীয় যুবককে গাড়ি চাপা! ইজরায়েলি সেনার কাণ্ডে নিন্দার ঝড়

ভয়াবহ সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
Published By: Amit Kumar DasPosted: 07:43 PM Dec 26, 2025Updated: 07:43 PM Dec 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তার ধারে নমাজ পড়ার সময় প্যালিস্তিনীয় যুবককে গাড়িচাপা ইজরায়েলি সেনার! ভয়াবহ সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। জানা যাচ্ছে, ভিডিওটি প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাঙ্ক এলাকার। ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। প্যালেস্টাইনের চলতে থাকা নারকীয়তা বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনরা।

Advertisement

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার ধারে চাদর পেতে নমাজ পড়ছেন এক যুবক। সেখানেই দ্রুত গতিতে গাড়ি চালিয়ে হাজির হন অস্ত্রধারী ইজরায়েলের এক সেনা জওয়ান। সজোরে ধাক্কা মারেন প্রার্থনারত ওই যুবককে। প্রচণ্ড ধাক্কায় গাড়ির নিচে চলে যান যুবক। ওই অবস্থাতেই গাড়িয়ে পিছিয়ে নিয়ে যুবককে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারি দেন ওই জওয়ান। এই ঘটনার পর কোনওমতে উঠে রাস্তা ছেড়ে চলে যান যুবক। তিনি আহত হলেও, সে আঘাত কতটা গুরুতর তা অবশ্য জানা যায়নি। শুধু তাই নয়, গাড়ি থামিয়ে পাশের আর একটি হলুদ রঙের গাড়ির চালককে হুঁশিয়ারি দিতে দেখা যায় তাঁকে। চরম অমানবিক এই ভিডিও ক্যামেরাবন্দি করেন রাস্তার উলটো দিক থেকে আশা এক গাড়ির চালক। যা ভাইরাল হয় সোশাল মিডিয়ায়।

এদিকে ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর বিতর্ক চরম আকার নিতেই তৎপর হয়েছে ইজরায়েল সেনা। সেখানকার সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, ওই জওয়ান রিজার্ভ ক্যাটাগরিতে ছিলেন। তাঁকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। তিনি তাঁর অধিকারের অপব্যবহার করেছেন। অভিযুক্তের অস্ত্র নিয়ে নেওয়ার পাশাপাশি তাঁকে গৃহবন্দি করা হয়েছে। অন্যদিকে, ওই প্যালেস্তিনীয় যুবককে হাসপাতালে নিয়ে যওয়া হলেও, আঘাত গুরুতর না হওয়ায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাস্তার ধারে নমাজ পড়ার সময় প্যালিস্তিনীয় যুবককে গাড়িচাপা ইজরায়েলি সেনার!
  • ভয়াবহ সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
  • জানা যাচ্ছে, ভিডিওটি প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাঙ্ক এলাকার।
Advertisement