সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুম্মার নামাজের মাঝেই নারকীয় জঙ্গি হামলা সিরিয়ায়। ভয়ংকর এই ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইমাম আলি বিন আবি তালিব নামে ওই মসজিদটি সিরিয়ার সংখ্যালঘু এলাকা আলাউইত-এ অবস্থিত।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শুক্রবার জুম্মার নমাজ উপলক্ষে বহু মানুষ প্রার্থনা করতে ভিড় জমিয়ে ছিলেন মসজিদে। বেছে বেছে সেই সময়কেই হামলার জঙ্গি বেছে নেয় জঙ্গিরা। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, আগে থেকে মসজিদে বিস্ফোরক রেখে গিয়েছিল জঙ্গিরা। এরপর দূর থেকে তাতে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে মসজিদটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। মসজিদটি ঘিরে ফেলে জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কে বা কারা এই হামলা চালাল তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রক এই কাপুরুষোচিত হামলাকে 'জঙ্গি হামলা' বলে আখ্যা দিয়েছে। বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই কাপুরুষোচিত হামলা মানবতা ও নৈতিক মূল্যবোধের উপর হামলা। সিরিয়াকে অশান্ত করে তুলতে ও সিরিয়ার সাধারণ নাগরিকদের মনে ভীতি তৈরি করতে এই হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, সিরিয়ায় বাশার-আল-আসাদের সরকারের পতনের পর সেখানে বৃহত্তর পরিসরে যুদ্ধ থামলেও, সাম্প্রতিক সময়ে সেখানকার নানা জায়গায় ব্যাপক হিংসার ঘটনা সামনে এসেছে। মূলত সাম্প্রদায়িক, জাতিগত ও রাজনৈতিক হিংসায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটি। ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের নেতৃত্বে বিদ্রোহীরা সাম্প্রদায়িক হামলা চালিয়েছে দেশের নানা প্রান্তে।
