shono
Advertisement
PM Narendra Modi

মোদির দেওয়া বহু মূল্যবান হিরে ব্যবহার করবেন না জিল বাইডেন, কেন?

২০২৩ সালে জিল যতগুলো উপহার পেয়েছিলেন তার মধ্যে মোদির দেওয়া উপহার ছিল সবচেয়ে দামি।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 09:24 AM Jan 04, 2025Updated: 09:26 AM Jan 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালে আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনকে নানা বহু মূল‌্যবান উপহার দিয়েছিলেন তিনি। যার মধ্যে রয়েছে একটি হিরে। দাম ২০ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৭ লক্ষ ১৫ হাজার টাকা। কিন্তু এখন আর এই বিশেষ হিরে ব্যবহার করতে পারবেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী। কেন? 

Advertisement

প্রধানমন্ত্রী মোদি যখনই বিদেশ সফরে যান নানা ধরনের উপহারের পসরা সাজিয়ে নিয়ে যান। যেগুলো তৈরি করেন ভারতের বিভিন্ন রাজ্যের কারিগররা। ফলে সেই উপহার থাকে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। ২০২৩ সালে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ও তাঁর স্ত্রী জিলকে দেওয়া উপহারগুলোও ছিল চোখ ধাঁধানোর মতো। যার মধ্যে সকলের নজর কাড়ে ৭.৫ ক্যারেটের ‘গ্রিন ল্যাব গ্রোন ইকো-ফ্রেন্ডলি হিরে’। যে বাক্সে বহু মূল্যবান হিরেটি দেওয়া হয়েছিল সেটিও বিশেষ গোত্রের। কাগজের মণ্ড দিয়ে তৈরি। কিন্তু এগুলো এখন আর জিল বাইডেনের নয়।

২০২৩ সালের পর বেশ কিছুটা সময় গড়িয়েছে। গত বছরের ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হয় আমেরিকায়। ভোটের ময়দান থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতা বাইডেন। তাঁর জায়গায় লড়াইয়ে শামিল হন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। কিন্তু নির্বাচনে রেকর্ড ভোটে জয়লাভ করেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। আর কয়েকদিন পরেই আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন তিনি।

তাই সরকারি পদে থাকাকালীন বাইডেন ও তাঁর স্ত্রী যা যা উপহার পেয়েছেন সেগুলো আর্কাইভে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর ওই হিরেটি সরকারি কাজেই ব্যবহারের উদ্দেশে হোয়াইট হাউসের ইস্ট উইংয়ে রাখা হয়েছে। প্রসঙ্গত, সফরে মোদি হাতে খোদাই করে তৈরি করা একটি চন্দনকাঠের বাক্স জো বাইডেনকে উপহার দিয়েছিলেন। যার ভিতরে ছিল রুপোর তৈরি একটি গণেশ মূর্তি এবং একটি প্রদীপ। এছাড়াও, ‘উপনিষদের ১০ নীতি’ শীর্ষক একটি বইও বাইডেনকে উপহার দিয়েছিলেন তিনি। তবে জিল বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছ থেকে যে সমস্ত উপহার পেয়েছিলেন তার মধ্যে মোদির দেওয়া ওই হিরেই টেক্কা দিয়েছে মূল্য ও কৌলীন্যে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রধানমন্ত্রী মোদি যখনই বিদেশ সফরে যান নানা ধরনের উপহারের পসরা সাজিয়ে নিয়ে যান।
  • ২০২৩ সালে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ও তাঁর স্ত্রী জিলকে দেওয়া উপহারগুলোও ছিল চোখ ধাঁধানোর মতো।
  • যার মধ্যে সকলের নজর কাড়ে ৭.৫ ক্যারেটের ‘গ্রিন ল্যাব গ্রোন ইকো-ফ্রেন্ডলি হিরে’।
Advertisement