shono
Advertisement

মার্কিন মুলুকে নয়া রেকর্ড, গুরুত্বপূর্ণ পদে ১৩০ জন ভারতীয়কে নিয়োগ বাইডেনের

মার্কিন সংস্থাগুলির শীর্ষপদেও রয়েছেন ভারতীয় বংশোদ্ভূতরা।
Posted: 01:26 PM Aug 24, 2022Updated: 01:26 PM Aug 24, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। রেকর্ড গড়ে ১৩০ জন ভারতীয় বংশোদ্ভূতকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসালেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার প্রশাসনের দপ্তরগুলির প্রত্যেকটিতেই ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের (Indian American) স্থান দিয়েছেন বাইডেন। তাঁর পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্পের কার্যকালে মার্কিন প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূতের সংখ্যা ছিল ৮০। প্রসঙ্গত, মার্কিন রাজনীতিতেও ভারতীয় বংশোদ্ভূতদের গুরুত্ব বেড়েছে। নানা মার্কিন কোম্পানির শীর্ষপদেও রয়েছেন ভারতীয় বংশোদ্ভূতরা।

Advertisement

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময়েই বাইডেন জানিয়েছিলেন, সেদেশে বসসবাসকারী ভারতীয়দের যোগ্য সম্মান দেওয়া হবে। সেই কথা মাথায় রেখেই ভাইস প্রেসিডেন্ট পদে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে বেছে নিয়েছিলেন তিনি। মার্কিন প্রশাসন (USA Administration) সম্পর্কে ওয়াকিবহাল মহলের মতে, বাইডেন যদি কোনও প্রশাসনিক বৈঠক করেন, তাহলে সেই ঘরে ভারতীয় বংশোদ্ভূত একজন হলেও উপস্থিত থাকবেন। তবে শুধু সরকারি ক্ষেত্রেই নয়, বেসরকারি সংস্থাগুলিতেও শীর্ষ পদে নিজেদের জায়গা করে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা।

[আরও পড়ুন:দ্রুত অপরাধী ধরতে নয়া উদ্যোগ, আঙুলের ছাপ সংগ্রহ করে তৈরি ডেটা ব্যাংক ‘নাফিস’

বাইডেনের বক্তৃতা লিখে দেওয়ার দায়িত্বে রয়েছেন বিনয় রেড্ডি। কোভিড সংক্রান্ত উপদেষ্টা পদে রয়েছেন আশিস ঝা। আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের সংগঠনের প্রধান আর রঙ্গস্বামী বলেছেন, “ইতিহাসে প্রথমবার এতজন ভারতীয় বংশোদ্ভূতকে প্রশাসনিক পদে বসিয়েছেন জো বাইডেন। আমেরিকাতে ভারতীয় বংশোদ্ভূতদের অবদানের কথা মাথায় রেখে আমরা খুব গর্বিত।” সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, ভারতীয় বংশোদ্ভূতরা বরাবর সেবা করার মানসিকতা নিয়ে কাজ করেছেন। সেই কারণেই মানুষের স্বার্থে তাঁদের প্রশাসনে নিয়োগ করা হয়েছে।

সত্য নাদেলা থেকে শুরু করে সুন্দর পিচাই-মার্কিন সংস্থাগুলির শীর্ষপদেও জয়জয়কার ভারতীয় বংশোদ্ভূতদের। মার্কিন জনপ্রতিনিধি হিসাবেও নির্বাচিত হয়েছেন চারজন ভারতীয় বংশোদ্ভূত। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণেও উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন তাঁরা। আমেরিকার নানা জায়গায় মেয়র হিসাবে কাজ করছেন চারজন ভারতীয় বংশোদ্ভূত। সব মিলিয়ে, প্রবাসী ভারতীয়দের উপরে যথেষ্ট নির্ভরশীল বাইডেন প্রশাসন।

[আরও পড়ুন: পুজো কমিটিকে ৬০ হাজার টাকা অনুদান, রাজ্যের সিদ্ধান্তের বিরোধিতায় হাই কোর্টে দায়ের মামলা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement