সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহবিচ্ছেদের হাজার ঝক্কি, তার মাঝে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মতো হাই প্রোফাইল মানুষের সঙ্গে প্রকাশ্যে তাঁর সেলিব্রিটি প্রেমিকার চুম্বন নিয়ে হরেক গুঞ্জন, ফিসফিসানি। এই মুহূর্তে যেন জীবনে শত শত ঝামেলা! কিন্তু না, এসবের মাঝেও শান্ত-সমাহিত থাকতে দেখা গেল কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আগের স্ত্রী সোফিকে। সম্প্রতি এক পডকাস্ট চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে সোফি বললেন, ''লোকজনের কথাবার্তায় কেমন প্রতিক্রিয়া হবে, তা নিজের উপর নির্ভর করে। আমি বরাবর নিজের ইচ্ছেয় চলি। এসবে আমার কিছু যায়-আসে না।'' সেইসঙ্গে প্রাক্তন স্বামীর প্রেমিকা, বিখ্যাত গায়িকা কেটি পেরিকে খোঁচা দিয়ে সোফির মন্তব্য, ''আমি গান শুনি, চিল-চিৎকার নয়।''
শিক্ষিকা থেকে স্ত্রী - বয়সের বিস্তর ফারাক ছিল জাস্টিন ট্রুডো আর সোফি ট্রুডোর। তা সত্ত্বেও দীর্ঘ ১৮ বছর সুখী দাম্পত্য কাটিয়েছেন তাঁরা। সম্প্রতি তাঁদের সম্পর্কে ছেদ পড়েছে। ডিভোর্সের পথে হেঁটেছেন। তারই মাঝে বিখ্যাত গায়িকা কেটি পেরির সঙ্গে ট্রুডোর প্রেমের গুঞ্জন তো আর গুঞ্জনে আটকে নেই। ইয়াটে স্বল্প পোশাকে তাঁদের আলিঙ্গন, চুম্বন - সবই প্রকাশ্যে চলে এসেছে। তাঁরা এই সম্পর্ক নিয়ে বিশেষ লুকোছাপাও করছেন না। সবে বিয়ে ভেঙেছে। দ্রুতই জীবনে আবার প্রেমও এসেছে।
সান্টা বারবারায় ইয়াটের চুম্বনরত ট্রুডো-পেরি। ফাইল ছবি।
'সেলেব' স্বামীকে নিয়ে লোকজনের সমালোচনার মাঝে ছেলেমেয়েদের নিয়ে একাকী সময় কাটাচ্ছেন ট্রুডোর প্রাক্তন স্ত্রী সোফি। কিন্তু না, তার জন্য কিন্তু মোটেই নিজেকে একা বলতে রাজি নন তিনি। বরং স্বামীকে কৃতিত্বই দিলেন। পডকাস্ট চ্যানেলে সোফির সাফ কথা, ''আমি মোটেই একলা মা নই। ট্রুডো নিজের সমস্ত কাজ সামলে পরিবারকে, ছেলেমেয়েদের অনেক সময় দিয়েছে। আমরা একে অপরকে ফোন করি, টেক্সট করি, ছেলেমেয়েদের স্বার্থে। তাতে ওরাও ভালো থাকে। আমরা আলাদা জীবনযাপন করি ঠিকই, কিন্তু পরিবার হিসেবে তো এক।''
এই সাক্ষাৎকারে প্রাক্তন স্বামীর প্রেমিকাকে নিয়েও মুখ খুলেছেন সোফি। কেটি পেরির নাম না করে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তাঁর কথায়, ''আমি গান শুনি, চিল-চিৎকার শুনতে চাই না।'' তবে সোফি যা-ই বলুন, সঙ্গীতশিল্পী হিসেবে কেটি পেরি বেশ প্রশংসিত। প্রতি বছর রেকর্ড ব্যবসা করে তাঁর গান। হিসেব বলছে, ১৫১ মিলিয়ন বিক্রি হয়েছে কেটি পেরির রেকর্ডিং। এর পাশাপাশি টেলিভিশনেরও বেশ পরিচিত মুখ কেটি।
