shono
Advertisement

পাকিস্তানে মৃত খলিস্তানি আন্দোলনের মুখ ভিন্দ্রানওয়ালের সন্ত্রাসবাদী ভাইপো! 

লখবিরকে জঙ্গি তকমা দিয়েছিল ভারত সরকার।
Posted: 11:46 AM Dec 05, 2023Updated: 02:15 PM Dec 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জার্নেল সিংহ ভিন্দ্রানওয়ালের মৃত্যুর পর চার দশক পেরিয়ে গিয়েছে। কিন্তু জনস্মৃতিতে এখনও জাগ্রত খলিস্তানি আন্দোলনের মুখ হয়ে ওঠা সেই নেতার কথা। এবার পাকিস্তানে (Pakistan) মৃত্যু হল ভিন্দ্রানওয়ালের ভাইপো লখবির সিং রোদের। তাকেও সন্ত্রাসবাদীর তকমা দিয়েছিল ভারত সরকার। জানা গিয়েছে, গত ২ ডিসেম্বর তার মৃত্যু হয়েছে। পাকিস্তানেই খলিস্তানি (Khalistani Terrorist) নেতার শেষকৃত্যও সম্পন্ন হয়েছে বলে খবর। উল্লেখ্য, পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নির্দেশে ভারতে নাশকতা চালানোর অভিযোগ ছিল লখবিরের বিরুদ্ধে।

Advertisement

গত কয়েকদিনে একাধিকবার ভারতের ‘শত্রু’ তথা জঙ্গিদের মৃত্যুর খবর মিলেছে পাকিস্তান থেকে। এবার সেই তালিকায় নতুন সংযোজন খলিস্তানি জঙ্গি নেতা। নিষিদ্ধ সংগঠন শিখ ইউথ ফেডারেশনের প্রধান ছিল লখবির সিং। পাঞ্জাবের একাধিক এলাকায় নাশকতা চালানোর অভিযোগ তার বিরুদ্ধে। খলিস্তান আন্দোলনের অন্যতম পুরোধা বিন্দ্রনওয়ালের ভাইপো ছিল এই লখবির। তাকে সন্ত্রাসবাদী তকমাও দিয়েছে ভারত সরকার।

[আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাসের, থাইল্যান্ডে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ১৪]

পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের (ISI) পরিচালনায় পাঞ্জাবে নাশকতা চালাত লখবির, এমন অভিযোগও উঠেছে। ২০২১ থেকে শুরু করে দুবছর ধরে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে গিয়েছে লখবির। তার বিরুদ্ধে মোট ৬টি মামলা দায়ের হয়েছে। তদন্তে নেমে লখবিরের বাড়িতে তল্লাশিও চালায় এনআইএ (NIA)। লখবিরের সম্পত্তি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

সূত্রের খবর, গত ২ ডিসেম্বর পাকিস্তানে মৃত্যু হয়েছে লখবিরের। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে খলিস্তানি জঙ্গি নেতার। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে শিখ রীতি মেনেই তার শেষকৃত্য করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও সরকারিবভাবে এই মৃত্যু সংক্রান্ত কোনও খবর মেলেনি।

প্রসঙ্গত, খলিস্তানি আন্দোলনের ইতিবৃত্ত করতে বসলে ভিন্দ্রানওয়ালের নাম শুরুতেই আসবে। তার হাত ধরে খলিস্তানি আন্দোলনের সূচনা নয়। কিন্তু তার আমলেই মাথাচাড়া দেয় এই আন্দোলন। ‘অপারেশন ব্লুস্টারে’ প্রাণ হারায় ভিন্দ্রানওয়ালে। তার আগের ২ বছরে রক্তস্নাত হয়েছিল পাঞ্জাব। সেই বিষবৃক্ষ যে এখনও নির্মূল নয়, তা পরিষ্কার হয়ে যায় লখবিরের উত্থানে। অবশেষে মৃত্যু হল এই জঙ্গিরও। 

[আরও পড়ুন: ফের বন্দুকবাজের তাণ্ডব আমেরিকায়, পুলিশ পৌঁছতেই ভয়ংকর বিস্ফোরণে উড়ল বাড়ি!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement