shono
Advertisement

Breaking News

এবার আমেরিকায় হিন্দু মন্দিরে খলিস্তানি হামলা, দেওয়ালে ‘মোদি জঙ্গি’ স্লোগান

দুসপ্তাহের মধ্যেই ক্যালিফোর্নিয়ায় ফের আক্রান্ত হিন্দু মন্দির।
Posted: 11:12 AM Jan 05, 2024Updated: 11:23 AM Jan 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার মার্কিন মুলুকেও হিন্দু মন্দিরে তাণ্ডব খলিস্তানিদের। ক্যালিফোর্নিয়ায় (California) মন্দিরের গায়ে ‘খলিস্তান জিন্দাবাদ’, ‘মোদি ইজ টেররিস্ট’ ইত্যাদি স্লোগান লিখে দেওয়ার অভিযোগ উঠেছে জঙ্গি সংগঠনটির তরফে। উল্লেখ্য, গত মাসেই আক্রান্ত হয়েছিল ক্যালিফোর্নিয়ার স্বামীনারায়ণ মন্দির। আমেরিকায় পরপর এমন হামলায় উদ্বিগ্ন সেদেশের হিন্দুরা।

Advertisement

জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ার হেওয়ার্ডে অবস্থিত শেরাওয়ালি মন্দিরে হামলা চালিয়েছে খলিস্তানিরা। মন্দিরের সামনের তোরণে কালো রঙে একাধিক স্লোগান লিখে দেওয়া হয়েছে। খলিস্তান জিন্দাবাদের পাশাপাশি স্লোগান লেখা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও। জঙ্গি তকমা দেওয়া হয়েছে তাঁকে।

[আরও পড়ুন: চূড়ান্ত সতর্কবার্তা ওড়াল হাউথিরা, লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে ড্রোন বোট হামলা জঙ্গিদের]

তোরণের ছবিটি সোশাল মিডিয়ায় পোস্ট করেছে আমেরিকার হিন্দু ফাউন্ডেশন। তাদের তরফে অভিযোগ, “মাত্র দুসপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়ার স্বামীনারায়ণ মন্দিরে হামলা হয়েছিল। আবারও আক্রান্ত হল হিন্দু মন্দির।” খলিস্তানি (Khalistan) হামলা রুখতে মন্দিরে নিরাপত্তা আরও বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনটি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই কানাডায় একাধিক হিন্দু মন্দির লক্ষ্য় করে হামলা চালাচ্ছে খলিস্তানিরা। মন্দিরের গায়ে বিতর্কিত স্লোগান লেখা থেকে শুরু করে মন্দিরে ঢুকে চুরি-একাধিক অভিযোগ দায়ের হয়েছে। বেশ কয়েকজনের বিরুদ্ধে পদক্ষেপও করেছে স্থানীয় প্রশাসন। এহেন পরিস্থিতিতে নতুন করে চিন্তা বাড়াচ্ছে কানাডার প্রতিবেশী আমেরিকা। ভারতের বন্ধুরাষ্ট্রে বারবার হিন্দু মন্দিরে হামলার ঘটনায় বাড়ছে উদ্বেগ।

[আরও পড়ুন: আমেরিকায় স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি নাবালকের, নিহত সহপাঠী, আহত অনেকেই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement