সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের (Kim Jong Un) নামে সেদেশে বাঘে গরুতে একঘাটে জল খায়। এমন দোর্দণ্ডপ্রতাপ শাসকের চোখে কিনা জল! হ্যাঁ, গোটা বিশ্ব চমকে উঠেছে এমন দৃশ্য দেখে। রীতিমতো রুমাল দিয়ে চোখ মুছছেন তিনি। কিন্তু কেন? কী হয়েছে কিমের?
ঘটনা গত রবিবারের। পিয়ংইয়ং-এ একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ৩৯ বছরের নেতা। ‘ন্যাশনাল মাদার্স মিটিং’ শীর্ষক ওই অনুষ্ঠানেই তিনি দেশের মহিলাদের কাছে আর্জি জানান, আরও বেশি করে সন্তানের জন্ম দেওয়ার জন্য! আসলে গত ১০ বছর ধরেই লাগাতার কমেছে উত্তর কোরিয়ার জন্মহার। তাই ‘রাষ্ট্রীয় শক্তি’ মজবুত করতে মহিলাদের কাছে আরও বেশি সন্তানের জন্ম দেওয়ার মিনতি করলেন কিম। আর এই আর্জি জানানোর সময়ই তাঁর চোখে জল আসে। মাথা নিচু করে সাদা রুমাল দিয়ে চোখ মুছে নেন তিনি। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিও। প্রিয় নায়ককে কাঁদতে দেখে ভেঙে পড়েন দর্শকমণ্ডলীর মধ্যে বসে থাকা মহিলারাও।
[আরও পড়ুন: মোদির সঙ্গে করমর্দনের পর কেন ১০ মিনিট মঞ্চে একাই দাঁড়িয়েছিলেন কামিন্স? জানালেন সতীর্থ]
প্রসঙ্গত, ২০২৩ সালে উত্তর কোরিয়ার (North Korea) জন্মহার এসে দাঁড়িয়েছে ১.৮-এ। গত বছর দশেক ধরেই তা কমে চলেছে। তাদের চেয়েও খারাপ পরিস্থিতি দক্ষিণ কোরিয়ায়। সেখানে জন্মহার কমতে কমতে ০.৭৮-এ পৌঁছেছে। যা রেকর্ড। জাপানেও জন্মহার হু হু করে কমেছে। এবছরের হিসাব অনুযায়ী, সেদেশে জন্মহার মাত্র ১.২৬।