shono
Advertisement

পড়াশোনা নয়, প্রশাসনিক কাজেই হাত পাকাচ্ছে মেয়ে! কিমের ভূমিকায় তীব্র সমালোচনা

মিসাইল উৎক্ষেপণ বা সেনার সঙ্গে বৈঠক, উত্তর কোরিয়ার শাসকের পাশে সর্বদাই মেয়ে।
Posted: 06:12 PM Apr 15, 2023Updated: 06:14 PM Apr 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে বয়সে সন্তানদের স্কুলে পাঠিয়ে মা-বাবারা নিশ্চিন্ত থাকেন, সেই বয়সে এক রাষ্ট্রনেতার মেয়ে কিন্তু ব্যস্ত প্রশাসনের উচ্চপর্যায়ের সব কাজকর্ম দেখতে। বয়স মাত্র ১০। অথচ ইতিমধ্যেই সে জেনে ফেলেছে পরমাণু যুদ্ধ কী, কত পাল্লার মিসাইল (Misssile) উৎক্ষেপণ করলে শত্রুদেশকে ঘায়েল করা সম্ভব, প্রতিরক্ষায় সেনাবাহিনী (Army) ঠিক কোন রণকৌশল ঠিক করছে, এই সব। যার কথা এতক্ষণ বলা হচ্ছে, সে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের (Kim Jong Un) মেয়ে। পিয়ংইয়ঙে তিনবার মিসাইল পরীক্ষার সময়ে ফের তাকে দেখা গেল বাবার পাশে। এনিয়ে তিনবার। আর তাতেই দেশবাসীর ধারণা, মেয়েকে এখন থেকেই পরবর্তী শাসক হিসেবে তৈরি করছেন কিম।

Advertisement

সূত্রের খবর বলছে, মেয়েটির নাম জু আই। বয়স বছর দশেক হবে। তবে উত্তর কোরিয়া (North Korea) সরকারি তথ্য অনুযায়ী এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায় না। সরকারি সংবাদমাধ্যম এখনই তাকে ‘রেসপেক্টেড ডটার’ বলে সম্বোধন করছে। শুক্রবার সে দেশের সংবাদমাধ্যমে একটি ছবি প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে কালো পোশাক, লম্বা কোঁচকানো চুলের এক নাবালিকা কিমের পাশে। যাকে আগেও দেখা গিয়েছিল। উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমের দাবি, শুক্রবার ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের সময় কিমের হাতে ছিল সিগারেট এবং পাশে দাঁড়িয়েছিল মেয়ে।

[আরও পড়ুন: নিজেকেই ধ্বংস করছিল শরীর! কিশোরীকে বাঁচালেন বাঙুরের চিকিৎসক]

এই প্রথম নয়, এর আগে একাধিক সরকারি কাজে উত্তর কোরিয়ার শাসককে সঙ্গে দিতে দেখা গিয়েছে ১০ বছর জু আইকে। সেনার শীর্ষকর্তাদের সঙ্গে নৈশভোজ হোক কিংবা সেনার কুচকাওয়াজ (Parade), দেশের প্রতিরক্ষায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কিংবা পরমাণু যুদ্ধ নিয়ে উচ্চস্তরের বৈঠক, সবেতেই দেখা যাচ্ছে কিমের মেয়েকে। এমনকী পরীক্ষা সফল হলে তাকে উল্লাস করতেও দেখা যাচ্ছে। আর এই মেয়েই এখন আলোচনার কেন্দ্রে।

[আরও পড়ুন: পুলওয়ামা কাণ্ড: কপ্টার চেয়েও পাননি জওয়ানরা, মুখ বন্ধ রাখতে বলেন মোদি, বিস্ফোরক সত্যপাল মালিক]

উত্তর কোরিয়ার কিম জং উন বস্তুত পশ্চিমি দেশগুলির কাছে ‘ভিলেন’। কিন্তু মেয়ের কাছে বাবাই স্বভাবতই হিরো। তাই বাবাকে দেখা মেয়ে অনেক কিছুই অনুকরণ করছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়ায় এ ঘটনা বিরলের মধ্যে বিরলতম। সাধারণত শাসকদের সন্তানরা প্রাপ্তবয়স্ক না হলে প্রকাশ্যে আসে না। তাদের সম্পর্কে কোনও তথ্যও পাওয়া যায় না। ব্যতিক্রম কেবল জু আই। যদিও কিমের অন্যান্য সন্তান সম্পর্কে কিছুই জানা যায় না। আর তাতেই জল্পনা আরও উসকেছে। তবে কি মেয়ে জু আইকেই পরবর্তী শাসক হিসেবে এখন ট্রেনিং দিচ্ছেন বাবা?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement