সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ভারতের সঙ্গে চুক্তি হয়ে গেল সৌদি আরবের। জেড্ডায় হয়েছে এই চুক্তি। ২০২৬ সালের হজ যাত্রায় ভারত থেকে কতজন যাবেন সেই সিদ্ধান্ত হয়ে গেছে এদিন।
জানা গিয়েছে, জেড্ডায় এই দ্বিপাক্ষিক হজ চুক্তিতে সই করেছেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। ২০২৬ সালে ভারত থেকে মোট ১ লক্ষ ৭৫ হাজার ২৫ জন হজ করতে যেতে পারবেন বলে জানা গিয়েছে। নভেম্বরের ৭ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত সৌদি আরব সফর করেন রিজিজু। সেখানেই, রবিবার সৌদির হজ এবং উমরাহ মন্ত্রী তৌফিক বিন ফৌজান আল রাবিয়ার সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়।
একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে দুই মন্ত্রী হজ সংক্রান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। দুই দেশের সমন্বয় বৃদ্ধির পদক্ষেপ নিয়ে আলোচনা করেন তাঁরা। এই বৈঠকের পরেই দুই দেশের মধ্যে ২০২৬ এর দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষর হয়।
এই সফরের জেড্ডা এবং তাইফ এলাকায় হজ এবং উমরাহ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন কেন্দ্রীয় মন্ত্রী। এর পাশাপাশি, হজের প্রস্তুতির জন্য রিয়াধের ভারতীয় দূতাবাস এবং জেড্ডায় ভারতীয় কনস্যুলেট জেনারেলের আধিকারিদের সঙ্গেও আলোচনা করেন তিনি। ভারতীয় তীর্থযাত্রীদের সুবিধার জন্য সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কনস্যুলেটের আলোচনা এবং তাঁদের প্রচেষ্টার প্রশংসা করেন রিজিজু।
