shono
Advertisement
South Korea

ভবিষ্যৎ প্রজন্মকে সম্প্রীতিতে বাঁধার ব্রত, সিওলের সম্মেলনে মন জয় করল বঙ্গকন্যার শান্তিবার্তা

দক্ষিণ কোরিয়ায় বিশ্ব শান্তি সম্মেলনে বক্তব্য রাখলেন চিত্রশিল্পী স্বাতী ঘোষ।
Published By: Sucheta SenguptaPosted: 05:04 PM Sep 22, 2025Updated: 05:12 PM Sep 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিল্প, শিক্ষার মাধ্যমে সকলের মাঝে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া, ভবিষ্যৎ প্রজন্মকে সম্প্রীতির বাঁধনে বেঁধে ফেলাই ব্রত। আর সেই ব্রত বিশ্বজুড়ে প্রসারিত করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার সিওলে বিশ্ব শান্তি সম্মেলনে শান্তির বার্তা দিলেন বঙ্গকন্যা স্বাতী ঘোষ। সিওলে অনুষ্ঠিত ১৮তম বিশ্ব শান্তি সম্মেলনে বক্তব্য রেখে ভারতকে গর্বিত করলেন কলকাতার চিত্রশিল্পী। তাঁর বিশ্বাস, শিল্পই হতে পারে সংস্কৃতি ও সমাজকে যুক্ত করার এক মহৎ সেতুবন্ধন।

Advertisement

সম্মেলনে বিশেষ অতিথি ও বিচারক হিসেবে আমন্ত্রিত ছিলেন চিত্রশিল্পী স্বাতী। নিজস্ব ছবি।

গত ১৬ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চেওংজু শহরে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক সংস্থা হেভেনলি কালচার, ওয়ার্ল্ড পিস অ্যান্ড রেস্টোরেশন অফ লাইট (HWPL)। সহযোগী সংগঠন হিসেবে অংশ নেয় ইন্টারন্যাশনাল ওমেন পিস গ্রুপ (IWPG) এবং ইন্টারন্যাশানাল ইউথ পিস গ্রুপ (IPYG)। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭৭০ জনেরও বেশি প্রতিনিধি, রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, সাংসদ-স্পিকার, আধ্যাত্মিক নেতা, নারী ও যুব সংগঠনের সদস্যরা এই মহাসম্মেলনে অংশ নেন। এই সম্মেলনে বিশেষ অতিথি ও আন্তর্জাতিক বিচারক হিসেবে কলকাতার চিত্রশিল্পী স্বাতী ঘোষ ভারতের প্রতিনিধিত্ব করেন। এবছর ভারতের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র থেকে আরও দুই বিচারককে আমন্ত্রণ জানানো হয়েছিল।

সিওলের বিশ্ব শান্তি সম্মেলনে বঙ্গকন্যা স্বাতী ঘোষ। নিজস্ব ছবি।

বক্তব্য রাখতে গিয়ে স্বাতী বলেন, “আমার মূল লক্ষ্য শিল্প ও শিক্ষার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া। ভবিষ্যৎ প্রজন্মকে শান্তি ও সম্প্রীতির মূল্যবোধ শেখানোর মাধ্যমে নারীরাই বিশ্বকে নেতৃত্ব দিতে পারে।” আলোচনার বিষয় ছিল নারীর নেতৃত্ব, শান্তি শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং বিশ্বশান্তির জন্য ডিক্লেয়ারেশন অফ পিস অ্যান্ড সিসেশন ওফ ওয়ার অর্থাৎ যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা কার্যকর করা। বিভিন্ন দেশের প্রতিনিধিরা স্বাতী ঘোষের শিল্পকর্ম ও শান্তির বার্তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তাঁকে আন্তর্জাতিক স্তরে শান্তির দূত হিসেবে সম্মানিত করা হয়েছে।

স্বাতী ঘোষ জানিয়েছেন, ভবিষ্যতে তিনি ভারতে এ ধরনের আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করতে চান, যেখানে শিল্প ও শিক্ষা মিলিয়ে শান্তি ও সম্প্রীতির উদ্যোগকে আরও প্রসারিত করা সম্ভব হবে। এই বিশ্ব শান্তি সম্মেলনে স্বীকৃতি ভারতের জন্য এক গৌরবের মুহূর্ত। বিশ্বশান্তির ক্ষেত্রে শিল্পীদের ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দক্ষিণ কোরিয়ার বিশ্ব শান্তি সম্মেলনে বক্তব্য রেখে মনজয় বঙ্গকন্যার।
  • চেওংজু শহরে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে শান্তির বার্তা দিলেন চিত্রশিল্পী স্বাতী ঘোষ।
Advertisement