shono
Advertisement

ভেঙে পড়ল তুরস্কের বিমান, মৃত অন্তত ৩২

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। The post ভেঙে পড়ল তুরস্কের বিমান, মৃত অন্তত ৩২ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:06 PM Jan 16, 2017Updated: 11:37 AM Jan 17, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পণ্যবাহী বিমান বোয়িং ৭৪৭ ভেঙে মৃত্যু হল অন্তত ৩২ জনের, খবর সংবাদসংস্থা রয়টার্স সূত্রে। সোমবার সকালে এই খবর মিলেছে। কিরঘিজস্তানে ভেঙে পড়ল তুরস্কের বিমান। মানস বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনাটি ঘটে। মারা গিয়েছেন বিমানটির পাইলট-সহ চার ক্রিউ মেম্বার। মৃত্যু হয়েছে অন্তত ২৮ জন স্থানীয় বাসিন্দাদের। যাঁদের মধ্যে ছয়জন শিশুও রয়েছে।

Advertisement

প্রাথমিক সূত্রে খবর, মানস বিমানবন্দরে ভেঙে পড়া তুরস্কের পণ্যবাহী বিমানটির সঙ্গে রানওয়ের কাছে কয়েকটি বাড়ির ধাক্কা লাগে। বিমানের ধাক্কায় প্রায় ১৫টি বাড়ি ধুলোয় মিশে গিয়েছে। প্রথমে মৃতের সংখ্যা ১৫ বলে প্রশানিক সূত্রে জানানো হলেও, পরে ডেপুটি প্রধানমন্ত্রী মুহাম্মাতকালি আবুলগাজিয়েভ ঘোষণা করেন, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২। মানস বিমানবন্দরে উদ্ধারকার্য শুরু হয়েছে। এখনও পর্যন্ত ৩২টি মৃতদেহ  উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

The post ভেঙে পড়ল তুরস্কের বিমান, মৃত অন্তত ৩২ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement