shono
Advertisement
Canada

এদের রাডারেই সলমন, এবার কানাডায় ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতিকে গুলি করে খুন সেই বিষ্ণোই গ্যাংয়ের

এক পাঞ্জাবি গায়কের বাড়ি লক্ষ্য করেও গুলি ছোড়া হয়েছে বলে খবর।
Published By: Subhodeep MullickPosted: 05:02 PM Oct 29, 2025Updated: 07:25 PM Oct 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দৌরাত্ম্য লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের। কানাডায় এক ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতিকে গুলি করে খুন করল তারা। মৃতের নাম দর্শন সিং সাহসী (৬৮)। একইসঙ্গে এক পাঞ্জাবি গায়কের বাড়ি লক্ষ্য করেও গুলি ছোড়া হয়েছে বলে খবর। প্রসঙ্গত, একদিন আগেই আমেরিকা-কানাডা সীমান্ত থেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সক্রিয় সদস্য জগদীপ সিং ওরফে জগ্গাকে গ্রেপ্তার করে রাজস্থানের পুলিশ। তারপরই এই দুটি ঘটনা প্রকাশ্যে এল।

Advertisement

সূত্রের খবর, গত সোমবার সকালে ব্রিটিশ কলাম্বিয়ার অ্যাবটসফোর্ডে বাড়ির সামনেই দর্শনকে লক্ষ্য করে পর পর গুলি চালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। এরপরই হুলস্থূল পড়ে যায় চারদিকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু দুর্ভাগ্যবশত ঘটনাস্থলেই দর্শনের মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দর্শনের বাড়ির বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিল বন্দুকবাজ। দর্শন বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠতে গেলেই গুলিবিদ্ধ হন।

ঘটনার পরই সমাজমাধ্যমে একটি পোস্টে এই হামলার দায় স্বীকার করে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য গোল্ডি ধিলোন। বিষ্ণোই গ্যাংয়ের দাবি, দর্শন একটি বড় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং তার কাছ থেকে টাকা দাবি করেছিল গোল্ডি। সেই টাকা না পাওয়াতেই, তাঁকে হত্যা করে বিষ্ণোই গ্যাং। একইদিনে কানাডায় চান্নি নাটান নামে এক পাঞ্জাবি গায়াকের বাড়িতেও এই গ্যাং হামলা চালায়। তবে ঘটনায় চান্নির কোনও ক্ষতি হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের দৌরাত্ম্য লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের।
  • কানাডায় এক ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতিকে গুলি করে খুন করল তারা।
  • মৃতের নাম দর্শন সিং সাহসী (৬৮)।
Advertisement