shono
Advertisement

শপিং মলের উপর ভেঙে পড়ল বিমান, মৃত পাঁচ

দেখুন সেই ভিডিও৷ The post শপিং মলের উপর ভেঙে পড়ল বিমান, মৃত পাঁচ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:38 PM Feb 21, 2017Updated: 11:13 AM Feb 21, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “আকাশ থেকে যেন আগুনের গোলা ছুটে এল৷ চোখের নিমেষে ধ্বংস করে দিল শপিং মলটিকে৷” মঙ্গলবার সকালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিমান দুর্ঘটনার বিবরণ দিতে গিয়ে এমনটাই বললেন এক প্রত্যক্ষদর্শী৷ প্রাণে বাঁচেননি ব্যক্তিগত বিমানের পাঁচ যাত্রীই৷ ঠিক কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে ভিক্টোরিয়া পুলিশ৷ শপিং মলের পাশের রাস্তায় ব্যাপক জ্যাম ছিল৷ তাই রাস্তায় বিমানটি ভেঙে পড়লে আরও বড় রকমের দুর্ঘটনা ঘটত বলে আশঙ্কা প্রকাশ করেছে অস্ট্রেলীয় প্রশাসন৷

Advertisement

জনবহুল শহরে তখন অনেক লোক৷ আকাশ থেকে আগুনের গোলা পড়তে দেখে প্রথমে বিষয়টি বুঝতে পারেনি তাঁরা৷ কয়েক সেকেন্ডের মধ্যেই বিকট শব্দে যেন সম্বিত ফেরে৷ স্থানীয়রা জানাচ্ছেন, প্রথমে মনে হয়েছিল কোনও উল্কাপাতের ঘটনা৷ যেভাবে দ্রুতগতিতে উপর থেকে আগুনের গোলা নামছিল তা সত্যিই বিস্ময়ের৷

চার্টার্ড বিমানটিতে যান্ত্রিক ত্রুটির কথা দুর্ঘটনার মাত্র কয়েক সেকেন্ড আগেই পাইলট জানিয়েছিলেন৷ নির্দেশমতো বিমানবন্দরে ফিরে আসার জন্য গতিপথ পরিবর্তন করেছিলেন পাইলট৷ বিমানটি মেলবোর্ন থেকে কিংল্যান্ড যাচ্ছিল৷ পথ পরিবর্তন করার অনুমতি পাওয়ার পরই পাইলট বিমানটিকে বন্দরে অবতরণ করার চেষ্টা শুরু করেছিলেন৷ তবে স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বিমানের ব্ল্যাকবক্স উদ্ধারের পরই কী কারণে দুর্ঘটনা তার সঠিক তথ্য পাওয়া সম্ভব৷ এভাবে বিমান ভেঙে পড়ার দৃশ্য দেখে আতঙ্ক দেখা দিয়েছে৷ আগুনের ভয়ঙ্কর দৃশ্য নজরবন্দি করতে মুহূর্তটাকে অনেকেই মোবাইলবন্দি করেছেন, তাও দেখা গিয়েছে৷

দেখুন সেই ভিডিও:

Driving by a possible plane crash at #Essendon Airport and DFO pic.twitter.com/JpSCKbgxHN

— Belinda (@pelagonianprncs) February 20, 2017

The post শপিং মলের উপর ভেঙে পড়ল বিমান, মৃত পাঁচ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement