shono
Advertisement
Lufthansa Flight

পাইলট বাথরুমে, সহকারী অজ্ঞান! মাঝআকাশে ২০০ যাত্রীকে নিয়ে চালক ছাড়াই উড়ল বিমান

শেষপর্যন্ত কী হল?
Published By: Biswadip DeyPosted: 10:17 AM May 18, 2025Updated: 10:18 AM May 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝআকাশে উড়ছে বিমান। কিন্তু তা নিয়ন্ত্রণ করছে না কেউই! ২০০ যাত্রী ও ৬ ক্রু সদস্যকে নিয়ে এভাবেই প্রায় ১০ মিনিট উড়ল জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট থেকে স্পেনের সেভিলগামী বিমানটি! এমনই এক ঘটনার কথা জানিয়েছে সংবাদ সংস্থা এপি।

Advertisement

তবে এই ঘটনা গত বছরের ১৭ ফেব্রুয়ারির। সেদিন জার্মানি থেকে স্পেনগামী লুফথানসার উড়ানে ককপিটে ছিলেন দু'জন। একজন মূল চালক, অন্যজন তাঁর সহকারী। কিন্তু তাহলে কী করে চালকশূন্য হয়ে পড়ল বিমানটি? জানা গিয়েছে, পাইলট গিয়েছিলেন প্রকৃতির ডাকে সাড়া দিতে। সেই সময় বিমানটি চালানোর দায়িত্বে ছিলেন তাঁর সহকারী। কিন্তু আচমকাই তিনি সংজ্ঞা হারান। এদিকে ককপিটের দরজা বন্ধ। ফলে বাকিরা জানতেও পারেননি বিমানটি কার্যতই মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই উড়ছে। এদিকে আচমকাই অজ্ঞান হয়ে পড়ায় কোনওভাবে বাইরে থাকা ক্রু সদস্যদের ককপিটের পরিস্থিতি সম্পর্কে কিছুই জানানোর সুযোগ পাননি সহকারী পাইলট।

স্প্যানিশ সিভিল এভিয়েশন অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইন্সিডেন্ট ইনভেস্টিগেশন কমিশনের এক রিপোর্টে সম্প্রতি উঠে এসেছে সেদিনের ঘটনাটি। আর তাতেই জানানো হয়েছে, কীভাবে শৌচাগার থেকে বেরিয়ে ককপিটে ঢুকতে ব্যর্থ হচ্ছিলেন পাইলট। এমারজেন্সি কোড যা দিচ্ছিলেন তাতেও কাজ হয়নি। এর মধ্যেই অজ্ঞান অবস্থা থেকে সামান্য চেতনা ফেরে তাঁর সহকারীর। তিনি কোনওমতে দরজাটি খুলে দিতে সমর্থ হন। ফলে শেষপর্যন্ত ককপিটে প্রবেশ করতে পারেন পাইলট। দ্রুত বিমানটি মাদ্রিদে অবতরণ করে। সহকারী পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাঝআকাশে উড়ছে বিমান। কিন্তু তা নিয়ন্ত্রণ করছে না কেউই!
  • ২০০ যাত্রী ও ৬ ক্রু সদস্যকে নিয়ে এভাবেই প্রায় ১০ মিনিট উড়ল জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট থেকে স্পেনের সেভিলগামী বিমানটি!
  • শেষপর্যন্ত ককপিটে প্রবেশ করতে পারেন পাইলট। দ্রুত বিমানটি মাদ্রিদে অবতরণ করে।
Advertisement