shono
Advertisement

Breaking News

China

করোনা আতঙ্ক মনে করিয়ে চিনে চোখ রাঙাচ্ছে মারণ ভাইরাস, আবার লকডাউন?

হাসপাতালে লম্বা লাইন! আতঙ্কের দিন কি ফিরবে?
Published By: Biswadip DeyPosted: 02:42 PM Jan 03, 2025Updated: 06:13 PM Jan 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার দিনগুলি এখনও মানুষের মনে টাটকা। সেই আতঙ্কের দিন কি ফিরবে? তবে কোভিড-১৯ নয়, এই মুহূর্তে চিনে দাপাচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস তথা এইচএমপিভি। মূলত শিশু ও বয়স্ক মানুষরাই আক্রান্ত হচ্ছেন বলে জানা গিয়েছে। এমনই দাবি সোশাল মিডিয়ার অসংখ্য পোস্টে। যাকে ঘিরে বাড়ছে আশঙ্কা। তাহলে কি এবার নতুন মহামারীর সামনে পৃথিবী?

Advertisement

সোশাল মিডিয়ায় গুঞ্জন, চিনে নাকি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই ভিড় জমছে হাসপাতাল ও কবরখানায়! কিন্তু সরকারি ভাবে এই সংক্রান্ত কোনও ঘোষণা করা হয়নি। মূলত ফুসফুসে হানা দিচ্ছে এই ভাইরাস। বাড়ছে নিউমোনিয়া এবং হোয়াইট লাং। সোশাল মিডিয়ায় নানা ভিডিও-ও ছড়িয়ে পড়েছে। সেই সব ভিডিওয় হাসপাতালে ভিড় করা মানুষের অসহায় অবস্থান দেখলে আতঙ্ক জাগে। যদিও এই ধরনের ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

কী এই এইচএমপিভি? সাধারণ সর্দিকাশির মতোই সংক্রমণের চিহ্ন দেখা যায়। নাক দিয়ে লাগাতার জল পড়া, গলায় অসম্ভব ব্যথার মতো নানা উপসর্গ থাকছে। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে তা রীতিমতো প্রাণঘাতী হতে পারে। এছাড়া যাঁদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁরাও গুরুতর অসুস্থ হতে পারেন।

এদিকে দাবি, শীতকালে এইচএমপিভির প্রকোপ আরও বাড়তে পারে। কেবল ওই ভাইরাসই নয়, ইনফ্লুয়েঞ্জা এ, মাইকোপ্লাজমা নিউমোনিয়াও বাড়ছে। এবং গোদের উপরে বিষফোঁড়ার মতো অনেকে আক্রান্ত হচ্ছেন কোভিড ভাইরাসেও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই মুহূর্তে চিনে দাপাচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস তথা এইচএমপিভি।
  • মূলত শিশু ও বয়স্ক মানুষরাই আক্রান্ত হচ্ছেন বলে জানা গিয়েছে। এমনই দাবি সোশাল মিডিয়ার অসংখ্য পোস্টে।
  • যাকে ঘিরে বাড়ছে আশঙ্কা। তাহলে কি এবার নতুন মহামারীর সামনে পৃথিবী?
Advertisement