সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল৷ এবার হামলার লক্ষ্য ভারতীয় দূতাবাস৷ সূত্রের খবর, বুধবার সকালে ভারতীয় দূতাবাসের সামনে প্রবল বিস্ফোরণ হয়৷ বোমাটি এতটাই শক্তিশালী ছিল যে বিস্ফোরণের জেরে প্রায় ১০০ মিটার দুরে থাকা বাড়িগুলির জানালা ও দরজার কাঁচ ভেঙে যায়৷ ভারতীয় দূতাবাসের বিল্ডিংও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে৷ ঘটনায় প্রায় ৫০ জনের মৃত্যুর আশঙ্কা করা হয়েছে৷ আহত বহু৷
‘ওয়াল স্ট্রিট’ জার্নালের সাংবাদিক জেসিকা ডনাটি টুইট করে জানিয়েছেন, যে তাঁদেরও কাবুল অফিসের সমস্ত কাঁচের জানলা বিস্ফোরণের ফলে চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে৷ ইতিমধ্যেই বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করে জানিয়েছেন যে দূতাবাসের ভারতীয় আধিকারিকরা সুরক্ষিত আছেন৷ বোমাটি দূতাবাসের প্রায় ৫০ মিটার দূরত্বে রাখা ছিল বলে জানা গিয়েছে৷ এখনও পর্যন্ত ওই ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন৷ তবে বিস্ফোরণের নেপথ্যে আল কায়দা বা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের হাত থাকতে পারে মনে বলে করা হচ্ছে৷
প্রসঙ্গত, গতবছরের মার্চ মাসে আফগানিস্তানের জালালাবাদে ভারতীয় কনস্যুলেটে হামলা চালায় জঙ্গিরা৷ ওই হামলায় মৃত্যু হয় নয় জন লোকের৷ অভিযোগ উঠেছে, আফগানিস্তানে ভারতের ক্রমাগত উন্নতি রুখতে ভারতীয় দুতাবাস ও আধিকারিকদের উপর হামলা চালাচ্ছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি৷ তবে বুধবারের হামলা নেপথ্যে কারা ছিল তা এখনও স্পষ্ট নয়৷ উল্লেখ্য, সম্প্রতি আফগানিস্তানে সরকার ও আন্তর্জাতিক সেনার বিরুদ্ধে ‘অপারেশন মনসৌরি’র ঘোষণা করেছে তালিবান৷ তার জেরেও এই ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান৷
[দিল্লি আইআইটি-তে ছাত্রীর রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ]
The post কাবুলে ভারতীয় দূতাবাসের সামনে বিস্ফোরণ, অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা appeared first on Sangbad Pratidin.