shono
Advertisement

কাবুলে ভারতীয় দূতাবাসের সামনে বিস্ফোরণ, অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা

সুরক্ষিত দূতাবাসের কর্মীরা, জানালেন সুষমা৷ The post কাবুলে ভারতীয় দূতাবাসের সামনে বিস্ফোরণ, অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:37 AM May 31, 2017Updated: 05:25 AM May 31, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল৷ এবার হামলার লক্ষ্য ভারতীয় দূতাবাস৷ সূত্রের খবর, বুধবার সকালে ভারতীয় দূতাবাসের সামনে প্রবল বিস্ফোরণ হয়৷ বোমাটি এতটাই শক্তিশালী ছিল যে বিস্ফোরণের জেরে প্রায় ১০০ মিটার দুরে থাকা বাড়িগুলির জানালা ও দরজার কাঁচ ভেঙে যায়৷ ভারতীয় দূতাবাসের বিল্ডিংও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে৷ ঘটনায় প্রায় ৫০ জনের মৃত্যুর আশঙ্কা করা হয়েছে৷ আহত বহু৷

Advertisement


‘ওয়াল স্ট্রিট’ জার্নালের সাংবাদিক জেসিকা ডনাটি টুইট করে জানিয়েছেন, যে তাঁদেরও কাবুল অফিসের সমস্ত কাঁচের জানলা বিস্ফোরণের ফলে চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে৷ ইতিমধ্যেই বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করে জানিয়েছেন যে দূতাবাসের ভারতীয় আধিকারিকরা সুরক্ষিত আছেন৷ বোমাটি দূতাবাসের প্রায় ৫০ মিটার দূরত্বে রাখা ছিল বলে জানা গিয়েছে৷ এখনও পর্যন্ত ওই ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন৷ তবে বিস্ফোরণের নেপথ্যে আল কায়দা বা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের হাত থাকতে পারে মনে বলে করা হচ্ছে৷


প্রসঙ্গত, গতবছরের মার্চ মাসে আফগানিস্তানের জালালাবাদে ভারতীয় কনস্যুলেটে হামলা চালায় জঙ্গিরা৷ ওই হামলায় মৃত্যু হয় নয় জন লোকের৷ অভিযোগ উঠেছে, আফগানিস্তানে ভারতের ক্রমাগত উন্নতি রুখতে ভারতীয় দুতাবাস ও আধিকারিকদের উপর হামলা চালাচ্ছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি৷ তবে বুধবারের হামলা নেপথ্যে কারা ছিল তা এখনও স্পষ্ট নয়৷ উল্লেখ্য, সম্প্রতি আফগানিস্তানে সরকার ও আন্তর্জাতিক সেনার বিরুদ্ধে ‘অপারেশন মনসৌরি’র ঘোষণা করেছে তালিবান৷ তার জেরেও এই ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান৷

 

 

[দিল্লি আইআইটি-তে ছাত্রীর রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ]

The post কাবুলে ভারতীয় দূতাবাসের সামনে বিস্ফোরণ, অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার