সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রধানমন্ত্রী হোন বা প্রেসিডেন্ট, স্ত্রীর চোখরাঙানি থেকে পার পান না বিশ্বের কোনও পুরুষই। এ সত্য সারা বিশ্বের বিভিন্ন ঘটনায় বারবার প্রমাণিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী এবার প্রকাশ্যে যা করলেন, তাতে এ সত্যেরই পুনরাবৃত্তি ঘটল।
দেশের জন্য তিনি কড়া শাসক। তাঁর এক নির্দেশে গোটা বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোয় পরিবর্তন ঘটতে পারে। কিন্তু সেই মানুষটির রাশও গিন্নির হাতেই। দুনিয়া তাঁর সামনে মাথা নোয়ালেও গৃহকর্ত্রীর সামনে তিনি নিতান্তই বাধ্য স্বামী। কথা হচ্ছে, ট্রাম্প এবং আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের। ইজরায়েল সফরে ফের প্রকাশ্যে এল এই দম্পতির সম্পর্কের বোঝাপড়ার ছবি। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানয়াহু এবং তাঁর স্ত্রী সারা বেন গুরিয়ান বিমানবন্দরে পৌঁছেছিলেন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে স্বাগত জানাতে। সেখানেই রেড কার্পেটে হাঁটার সময় মেলানিয়া যা করলেন, তাতে তাজ্জব গোটা দুনিয়া। স্ত্রীর দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু মেলানিয়া স্বামীর হাত না ধরে তাঁর হাতে চাপড় মেরে সরিয়ে দিলেন। স্ত্রীয়ের এমন কাণ্ডে খানিকটা অপ্রস্তুতিতেই যেন পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু সকলের মাঝে স্ত্রীকে তো আর এ কাজের জন্য ধমক দেওয়া যায় না। অগত্যা হাত গুটিয়ে নেন ট্রাম্পই। গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
[পপ তারকার কনসার্টে ভয়াবহ জঙ্গি হামলা, নিহত অন্তত ১৯]
টুইটারে মেলানিয়ার কীর্তি নিয়ে আলোচনাও শুরু হয়ে গিয়েছে। কেন এমনটা করলেন তিনি? অনেকেই মনে করছেন, ইজরায়েলের প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীর সঙ্গে একসারিতে হাঁটছিলেন ট্রাম্প। স্ত্রীকে পিছনে ফেলেই এগিয়ে যাচ্ছিলেন। তাই হয়তো অভিমানে পরে স্বামীর হাত ধরতে চাননি মেলানিয়া। একজন আবার বলছেন, এটা ভেবে ভাল লাগছে যে আমেরিকার মানুষ ট্রাম্পকে যেমন অপছন্দ করে, তাঁর বাড়ির একজনও তাঁকে তেমনই ঘৃণা করেন।
তবে মার্কিন দম্পতির এহেন বডি ল্যাঙ্গুয়েজ ক্যামেরার সামনে প্রথমবার ধরা পড়ল, এমনটা নয়। এর আগেও জানুয়ারিতে এক অনুষ্ঠানে ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্পের ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে ট্রাম্প স্ত্রীয়ের দিকে তাকাতেই তাঁর মুখে হাসি পাল্টে গিয়ে রাগে পরিণত হয়েছিল।
[মালালার উপর হামলা ছিল ‘নাটক’, দাবি পাক নেত্রীর]
The post প্রকাশ্যে গিন্নির ‘চাপড়’, অস্বস্তিতে খোদ মার্কিন প্রেসিডেন্ট appeared first on Sangbad Pratidin.
