গত ২২ জানুয়ারি স্ত্রী মেলানিয়ার সঙ্গে ২১তম বিবাহবার্ষিকী পালন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদা মডেল তথা মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার জীবনের নিয়ে আসতে চলেছে সিনেমা। যার নাম রাখা হয়েছে 'মেলানিয়া'। শীঘ্রই হোয়াইট হাউসে হতে চলেছে এই ডকুমেন্টরি সিনেমার স্ক্রিনিং। পরবর্তীতে বিশ্বব্যাপী মুক্তি পাবে এই সিনেমা।
মার্কিন ফার্স্ট লেডির পরামর্শদাতা মার্ক বেকম্যান বলেন, এই সিনেমা মেলানিয়া ট্রাম্পের জীবনের ২০ দিনের একটি ডকুমেন্টরি। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার আগের সময়ের উপর নির্মিত। সিনেমাতে মেলানিয়া ট্রাম্পের ব্যক্তিগত জীবন, ফ্যাশন, কূটনৈতিক গতিবিধি ও সিক্রেট সার্ভিসের নিরাপত্তা সম্পর্কিত দুর্লভ তথ্য তুলে ধরা হয়েছে। সিনেমাটির ট্রেলারেও রয়েছে চমক। ট্রেলারে একটি বিশেষ দৃশ্য দেখানো হয়েছে। যেখানে যেখা যাবে, রাষ্ট্রপতির উদ্বোধনী ভাষণের অনুষ্ঠানে বিশেষ পোশাক পরিহিত মেলানিয়া নিরাপত্তারক্ষীদের পরামর্শ দিচ্ছেন।
জানা যাচ্ছে, ডকুমেন্টরি তৈরিতে অ্যামাজনের এমজিএম স্টুডিওর সাথে ৪০ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। আগামী ৩০ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তিপাবে এই ডকুমেন্টরি। বেকম্যান জানান, এটি কোনও রাজনৈতিক ছবি নয়, বরং মেলানিয়া নিজেই ডকুমেন্টরিতির নির্দেশনা করেছেন। ছবিতে দেখানো হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বহু হাসির মুহূর্ত। চলতি মাসে প্রথম ডকুমেন্টরি প্রকাশের পাশাপাশি আগামী বছর এই তথ্যচিত্রের আরও একাধিক সিরিজ প্রকাশিত হবে।
জানা গিয়েছে, হোয়াইট হাউসের স্ক্রিনিংয়ের পর, প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি 'জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে' একটি প্রিমিয়ারে যোগ দেবেন। মেলানিয়া ট্রাম্প নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে ছবিটির প্রচারের জন্য উদ্বোধনী বেল বাজাবেন। ছবিটিতে মুলত তুলে ধরা হবে ফার্স্ট লেডির ভাবমূর্তি। সিনেমাতে মেলানিয়াকে শুধু ফ্যাশন এবং কূটনীতিক হিসেবে নয়, বরং প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা হিসেবেও কাজ করতে দেখা যাবে।
