সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্ক জুকারবার্গের হলটা কী? তাঁর মৃত্যুর ঝুঁকি নাকি বেড়েই চলেছে। যে কোনও মুহূর্তে শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে তাঁর! এমনই আশঙ্কা প্রকাশ করেছে তাঁর সংস্থা মেটা (ফেসবুক)।
সম্প্রতি নিজেদের আর্থিক রিপোর্ট প্রকাশ করে বিস্ফোরক এই তথ্য সামনে এনেছে মেটা (Meta)। তাদের দাবি, মেটা কর্ণধার তথা সিইও যেভাবে জীবনযাপন করছেন, তা তাঁর শরীরের জন্য একেবারেই ভালো নয়। মিক্সড মার্শাল আর্ট থেকে নানা ধরনের খেলা তাঁর দেহের উপর খারাপ প্রভাব ফেলছে। যার জেরে শুধু তিনি নন, সমস্যায় পড়তে হচ্ছে মেটা এবং এই সংস্থার লগ্নিকারীদেরও।
[আরও পড়ুন: শোয়েব অতীত, শামির সঙ্গে ঘর বাঁধছেন সানিয়া? ভাইরাল ছবি ঘিরে শোরগোল!]
রিপোর্টে উল্লেখ রয়েছে, কম্ব্যাট স্পোর্টস, এক্সট্রিম স্পোর্টস, এমনকী বিনোদনের জন্য বিমান চালানোর মতো কার্যকলাপের দরুণ তাঁর শরীরে আঘাত লাগতে পারে। এমনকী তার চেয়েও ভয়ংকর কোনও পরিণতি হতে পারে জুকারবার্গের (Mark Zuckerberg)। এই ধরনের কাজ করলে জখম হওয়ার সম্ভাবনা বাড়ে। মৃত্যুও হতে পারে। মেটার আশঙ্কা, যদি কোনও কারণে জুকারবার্গকে কোম্পানি না পায়, তাহলে থমকে যাবে গোটা কোম্পানির নানা কাজ। বিপাকে পড়বেন কর্মী এবং লগ্নিকারীরা। আর্থিক দিক থেকেও ক্ষতির মুখে পড়বে মেটা।
নানা ধরনের খেলায় অংশ নিতে জুকারবার্গ যে পছন্দ করেন, তা আর কারও অজানা নেই। গত নভেম্বরে মেটা সিইও নিজেই জানিয়েছিলেন যে মিক্সড মার্শাল আর্টের ট্রেনিংয়ের সময় পায়ে চোট পেয়েছিলেন তিনি। যে কারণে তাঁর অস্ত্রোপচারও হয়। আর এই কারণেই ভয়ে ভয়ে আছে তাঁর সংস্থার আধিকারিকরা। তবে এহেন রিপোর্টের পরও জুকারবার্গ আদৌ নিজের লাইফস্টাইলে কোনও বদল আনবেন কি না, সেটাই এখন লাখ টাকার সওয়াল।