shono
Advertisement
Nepal

ফের আকাশে দুর্ঘটনা! নেপালে এভারেস্টের বেস ক্যাম্পের কাছে ভেঙে পড়ল হেলিকপ্টার

বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে।
Published By: Subhodeep MullickPosted: 12:57 PM Oct 29, 2025Updated: 01:53 PM Oct 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আকাশে দুর্ঘটনা। নেপালে এভারেস্টের বেস ক্যাম্পের কাছে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। জানা যাচ্ছে, কপ্টারটিতে শুধু পাইলটই ছিলেন। ঘটনায় সামান্য আহত হয়েছেন তিনি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, প্রবল তুষারপাতের কারণে খুম্বু অঞ্চলের লোবুচেমে একদল পর্যটক আটকে পড়েছিলেন। তাঁদের উদ্ধার করতেই কপ্টারটি বুধবার সকালে লুকলা থেকে রওনা দিয়েছিল। কপ্টারটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন বিবেক খড়কা। জানা গিয়েছে, অবতরণের সময় প্রবল তুষারপাতের কারণে কপ্টারটি পিছলে যায়। তারপরই এটি ভেঙে পড়ে। জানা গিয়েছে, ঘটনায় দু'টি টুকরোতে বিভক্ত হয়ে যায় কপ্টারটি। কোনও মতে প্রাণ বাঁচিয়ে চপারটি থেকে বেরিয়ে আসেন পাইলট। দুর্ঘটনায় তিনি সামান্য আহত হয়েছেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। আহত ওই পাইলটকে উদ্ধার করে লুকলার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। পুলিশ জানিয়েছে, এদিন সকাল ৮টা ১৫মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। কপ্টারটি ভেঙে পড়লেও তাতে আগুন লাগেনি।

মঙ্গলবার থেকেই নেপালের বিভিন্ন অঞ্চলে প্রবল তুষারপাত হচ্ছে। এর জেরে সেখানে আটকে পড়েছেন বহু পর্যটক। আগামী কয়েকদিন সেখানে ভারী তুষারপাত এবং বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। তাই কর্তৃপক্ষের তরফে ট্রেকার এবং পর্বতারোহীদের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের আকাশে দুর্ঘটনা।
  • নেপালে এভারেস্টের বেস ক্যাম্পের কাছে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার।
  • জানা যাচ্ছে, কপ্টারটিতে শুধু পাইলটই ছিলেন।
Advertisement