shono
Advertisement
Nepal

দেশে মৃত্যু ভয়! কপ্টারের দড়ি ধরে জওয়ানদের কাঁধে চেপে নেপাল ছাড়ছেন মন্ত্রীরা, ভাইরাল ভিডিও

একাধিক নেতামন্ত্রীকে উদ্ধার করেছে সেনা।
Published By: Subhankar PatraPosted: 09:32 PM Sep 10, 2025Updated: 09:32 PM Sep 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অগ্নিগর্ভ নেপাল। দেশে মৃত্যুভয়। পলাতক নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। একাধিক নেতামন্ত্রীকে উদ্ধার করেছে সেনা। একটি ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে হেলিকপ্টারের দড়ি ধরে জওয়ানদের কাঁধে চেপে পালিয়ে যাচ্ছেন মন্ত্রীর পরিবার। সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল সেই ভিডিও।

Advertisement

নেপালে একাধিক সামাজিক মাধ্যম সাইট বন্ধ করে দেয় ওলি সরকার। তারপরই যুবরা পথে নামে। প্রাণ যায় ১৯ জনের। তাতেই বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ে।পদত্যাগ করেন ওলি।  বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয় প্রধানমন্ত্রী বাসভবন-সহ একাধিক স্থানে। তারপরই প্রাণ বাঁচাতে নেতামন্ত্রীদের দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়ে। হেলিকপ্টার করে অনেক মন্ত্রী ও তাঁদের পরিবারকে উদ্ধার করে সেনা।

তেমনই একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, চারদিকে কালো ধোঁয়া। একটি সেনার কপ্টার উদ্ধার করেছে কয়েকজনকে। জওয়ানদের কাঁঝে চেপে দড়ি ধরে ঝুলছেন তাঁরা। (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর নেপালে নিষিদ্ধ হয় ফেসবুক, ইউটিউব, এক্স-সহ প্রায় সব ধরনের সোশাল মিডিয়া। সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ, তারা নেপাল প্রশাসনের সঙ্গে সরকারি ভাবে নথিবদ্ধ হয়নি। সাতদিনের ডেডলাইন দিলেও তা মেনে চলেনি ২৬টি সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের একটিও। তাই এই কড়া সিদ্ধান্ত নেয় কাঠমান্ডু সরকার। এমন সিদ্ধান্তেই বেজয় ক্ষেপেছে নেপালের ‘জেন জি’। সোমবার হাজার হাজার প্রতিবাদী কাঠমান্ডুর রাস্তায় নেমে প্রতিবাদ দেখান। রাতের মধ্যে তা হিংসাত্মক চেহারা নেয়। এরপর মঙ্গলবার আন্দোলনের ঝাঁজ আরও বাড়ে। এই পরিস্থিতিতে জনরোষের মুখে পড়ে ইস্তফা দিতে বাধ্য হন ওলি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অগ্নিগর্ভ নেপাল। দেশে মৃত্যুভয়। পলাতক নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। একাধিক নেতামন্ত্রীকে উদ্ধার করেছে সেনা।
  • একটি ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে হেলিকপ্টারের দড়ি ধরে জওয়ানদের কাঁধে চেপে পালিয়ে যাচ্ছেন মন্ত্রীর পরিবার।
  • সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল সেই ভিডিও।
Advertisement