shono
Advertisement
Netflix

নেটফ্লিক্সের সিরিজ ঘিরে চিন ও ভিয়েতনামের সংঘাত! বড় সিদ্ধান্ত ওটিটি মঞ্চের

দক্ষিণ চিন সাগরে চিনের 'দাদাগিরি'র ছাপ নেটফ্লিক্সে।
Published By: Biswadip DeyPosted: 03:52 PM Jan 05, 2026Updated: 07:00 PM Jan 05, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনে নেটফ্লিক্স ব্লকড। তবে চিনা সিনেমা ও টিভি শোয়ের বিরাট সম্ভার রয়েছে সেখানে। এবার তেমনই একটি চিনা টেলি সিরিজ নিয়ে বিতর্ক দানা বেঁধে গেল। সেই সিরিজে একটি মানচিত্র ব্যবহৃত হয়েছে, যার বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যেই ভিয়েতনামের ক্যাটালগ থেকে সিরিজটি সরিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

ভিয়েতনামের সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রকের অধীনস্থ চলচ্চিত্র বিভাগ জানিয়েছে, ‘শাইন অন মি’ নামের চিনা সিরিজটিতে তথাকথিত ‘নাইন-ড্যাশ লাইন’-এর ছবি পাওয়া গেছে। বলে রাখা ভালো, ‘নাইন-ড্যাশ লাইন’ হল দক্ষিণ চিন সাগরের প্রায় ৯০ শতাংশ অঞ্চলের উপর চিনের এক বিতর্কিত ও ঐতিহাসিক 'দাবি'র সীমানা। ইউ আকৃতির রেখা দিয়ে মানচিত্রে চিহ্নিত করা অঞ্চলটির মধ্যে থাকা দ্বীপপুঞ্জ ও জলসীমার উপর বেজিং তার সার্বভৌমত্ব দাবি করে। যদিও আদৌ আন্তর্জাতিক আইন দ্বারা স্বীকৃত নয় তা। কেবল ভিয়েতনামই নয়, ফিলিপিন্স, মালয়েশিয়া ও ব্রুনেই-এর মতো প্রতিবেশী দেশগুলির সঙ্গে সঙ্গে এই নিয়ে বিরোধ রয়েছে চিনের। এবার সেই মানচিত্র চিনা সিরিজে দেখানো নিয়েই উঠল আপত্তি।

নেটফ্লিক্স জানিয়েছে, তারা ভিয়েতনামে ২৭ পর্বের সিরিজটি সরিয়ে দিয়েছে। জনপ্রিয় ওই ওটিটি মঞ্চের তরফে জানানো হয়েছে, 'সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুরোধ পাওয়ার পর আমরা দেশটির প্ল্যাটফর্ম থেকে ‘শাইন অন মি’ সিরিজটি সরিয়ে দিয়েছি।' প্রসঙ্গত, দক্ষিণ চিন সাগরে চিনের 'দাদাগিরি'র প্রতি ভিয়েতনাম যে 'জিরো টলারেন্স' নীতি নিয়ে চলছে তা এই ঘটনায় আরও একবার প্রমাণিত হল। জানা যাচ্ছে, বিতর্কিত মানচিত্রটি এক কলেজে লেকচারের দৃশ্যে দেখানো হয়েছিল। তা সত্ত্বেও সিরিজটি সরিয়ে ফেলতে হবে বলে নেটফ্লিক্সকে জানানো হয়েছিল। প্ল্যাটফর্মটিকে নির্দেশ পালনের জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চিনে নেটফ্লিক্স ব্লকড। তবে চিনা সিনেমা ও টিভি শোয়ের বিরাট সম্ভার রয়েছে সেখানে।
  • এবার তেমনই একটি চিনা টেলি সিরিজ নিয়ে বিতর্ক দানা বেঁধে গেল।
  • সেই সিরিজে একটি মানচিত্র ব্যবহৃত হয়েছে, যার বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ আনা হয়েছে।
Advertisement