shono
Advertisement
Donald Trump

'সবচেয়ে সুদর্শন...' মোদির রূপের প্রশংসায় ট্রাম্প! ফের করলেন ভারত-পাক সংঘাত থামানোর দাবি

দ্রুতই ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি হবে বলেও আশ্বাস দেন ট্রাম্প।
Published By: Biswadip DeyPosted: 01:01 PM Oct 29, 2025Updated: 01:01 PM Oct 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবচেয়ে সুদর্শন ব্যক্তি। এমন ভাবেই মোদির রূপের প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই সঙ্গেই তিনি ফের দাবি করলেন, ভারত-পাক সংঘর্ষ তিনিই থামিয়েছেন। বুধবার দক্ষিণ কোরিয়ায় পা রেখেছেন ট্রাম্প। আর নেমেই ফের বিতর্ক উসকে দিলেন। যদিও নয়াদিল্লি একাধিকবার তাঁর দাবি খারিজ করেছে। তা-ও থামার লক্ষণ নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

Advertisement

দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্যাসিফিক ইকনোমিক কোঅপারেশনে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, ''দুই পরমাণু শক্তিধর দেশ লড়াই করছিল একে অপরের সঙ্গে। ওরা বলছি, না, না, না। আমাদের লড়তে দাও। ওরা শক্তিশালী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবচেয়ে সুদর্শন ব্যক্তি। উনি দুর্দান্ত। খুব মজবুত। কিন্তু কিছু সময় পরে ওরা জানিয়ে দেয় সংঘাত থামানোর কথা। বলে দেয়, আমরা আর যুদ্ধ করব না।'' এরই পাশাপাশি দ্রুতই ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি হবে বলেও আশ্বাস দেন ট্রাম্প।

এরপর তিনি ফের মোদির সঙ্গে তাঁর ফোনালাপের কথা হলেন। ট্রাম্পকে বলতে শোনা যায়, ''আমি প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে বলেছিলাম যে, আপনি যেহেতু পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছেন, তাই আমরা আপনার সঙ্গে বাণিজ্য চুক্তি করতে পারব না। তারপর আমি পাকিস্তানকে ফোন করে একই কথা বলেছিলাম।''

প্রসঙ্গত, ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের এই দাবি প্রথম নয়। সংঘর্ষবিরতির দিন থেকেই এই বিষয়ে কৃতিত্ব দাবি করে আসছেন তিনি। যদিও ভারত সরকারের একাধিক প্রতিনিধি, এমনকী খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির কথাই বলেন। তৃতীয়পক্ষ মধ্যস্থতা করেননি বলেও জানান। এমনকী ফোনেও ট্রাম্পকে সেকথা সরাসরি স্পষ্ট করে দেন মোদি। কিন্তু তা-ও থামার লক্ষণ নেই মার্কিন প্রেসিডেন্টের। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, নোবেল না পেয়ে ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাই বারবার তিনি সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করেই চলেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবচেয়ে সুদর্শন ব্যক্তি।
  • এমন ভাবেই মোদির রূপের প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • কিন্তু সেই সঙ্গেই তিনি ফের দাবি করলেন, ভারত-পাক সংঘর্ষ তিনিই থামিয়েছেন।
Advertisement