shono
Advertisement

বিজেপির ভ্রূকুটি, রাজ্যাভিষেকে কোহিনুর খচিত রাজমুকুট পরবেন না হবু রানি ক্যামিলা!

কোহিনুর হিরে ভারতকে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে বিজেপি।
Posted: 04:25 PM Oct 14, 2022Updated: 04:25 PM Oct 14, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক ঘিরে ব্রিটেনে তুঙ্গে তোড়জোড়। প্রায় ৭০ বছর পরে হতে চলা ‘করোনেশন সেরিমনি’তে চার্লসের স্ত্রী ‘কুইন কনসর্ট’ ক্যামিলাকেও রানি ঘোষণা করা হবে। ফলে তাঁর মুকুটেই শোভা পাওয়ার কথা কোহিনুর হিরের। কিন্তু একটি রিপোর্টে মোতাবেক রাজ্যাভিষেক অনুষ্ঠানে ঐতিহাসিক হিরেটি পরবেন না ক্যামিলা। কারণ, এতে আপত্তি জানিয়েছে ভারতের শাসকদল বিজেপি।

Advertisement

ব্রিটেনের মসনদে বসার প্রায় আট মাস পর রাজ্যাভিষেক হতে চলেছে রাজা তৃতীয় চার্লসের (Charles III)। মঙ্গলবার বাকিংহাম প্যালেসের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী বছর বা ২০২৩ সালের ৬ মে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে হবে অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে ক্যামিলাকেও রানি ঘোষণা করা হবে। এনিয়ে সদ্য ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, রাজ্যাভিষেক অনুষ্ঠানে ক্যামিলার মুকুটে কোহিনুর নিয়ে আপত্তি জানিয়েছে বিজেপি। ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাজ্যাভিষেকে ক্যামিলার মুকুটে কোহিনুর থাকবে কি না? এই প্রশ্নে দ্বিধায় ভুগছে বাকিংহাম প্যালেস। কারণ, এনিয়ে তীব্র আপত্তি জানিয়েছে ভারতের বর্তমান শাসকদল বিজেপি।

[আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধে শামিল হচ্ছে বেলারুশ! পরমাণু মহড়া শুরু করল রাশিয়া

‘দ্য টেলিগ্রাফ’-এ প্রকাশিত এক বিজেপি মুখপাত্রের বয়ান, “পাঁচশো বছর ধরে ভারতের প্রায় ছ’টি প্রজন্ম বিদেশি শাসনের অত্যাচার সহ্য করেছে। তবে এখন অতীতে সাম্রাজ্যবাদের সেই ভয়ংকর দিনগুলির কথা বেশিরভাগ ভারতীয়র মনে নেই। তবে রানি এলিজাবেথের মৃত্যুর পরে রাজ্যাভিষেকে রানি ক্যামিলা কোহিনুর ব্যবহার করলে ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক দিনগুলির কথা ফের মনে পড়বে ভারতীয়দের।” বলে রাখা ভাল, দীর্ঘদিন ধরেই কোহিনুর হিরে ভারতকে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে বিজেপি।

উল্লেখ্য, গত কয়েক মাস যাবৎ ব্রিটেন এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে সমস্যা চলছে। এর অন্যতম কারণ, মুক্ত বাণিজ্যের শর্ত নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান, তাই এখনই ভারতকে হয়তো নতুন করে রাগিয়ে দিতে চাইবে না ব্রিটেন (Britain)। তাছাড়া, নিজের ঔপনিবেশিক অতীত নিয়ে বেশি নাড়াচাড়া করতে চাইছে না ভারত। বলে রাখা ভাল, ১৮৪৯ সেলে ভারত থেকে কোহিনুর হীরা ইংল্যান্ডে নিয়ে যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেখানে রানি ভিক্টোরিয়া হিরেটিকে রাজভূষণের অংশ করে নেন তিনি। ১৯৩৭ সালে রাজা পঞ্চম জর্জের রাজ্যাভিষেকের সময় তাঁর স্ত্রী রানি দ্বিতীয় এলিজাবেথের মুকুটে বসানো হয় কোহিনুরকে।

[আরও পড়ুন: ইউক্রেন ন্যাটোতে যোগ দিলেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, হুঁশিয়ারি রাশিয়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement