সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং আমেরিকান প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ভারত ও আমেরিকার মধ্যে আগামী ১০ বছরের জন্য প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছেন। পেন্টাগনের এক মুখপাত্র জানিয়েছেন, খুব শিগগির এই বিষয়ে উভয়পক্ষ চুক্তি স্বাক্ষর করবে।
মঙ্গলবার রাজনাথ সিং এবং হেগসেথের মধ্যে ফোনে কথা হয়। এর পর বুধবার একটি বিবৃতি প্রকাশ করে পেন্টাগন। সেখানেই প্রতিরক্ষা চুক্তি নিয়ে উভয় দেশের আগামী দশ বছরে সহযোগিতার সম্মতির কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও বলা হয়েছে, উভয় পক্ষ প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি এবং প্রতিরক্ষা শিল্পে একে অপরকে সহযোগিতা করবে। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, "পিটার হেগসেথ বলেছেন যে দক্ষিণ এশিয়ায় ভারতকে প্রধান প্রতিরক্ষা অংশীদার মনে করে আমেরিকা।"
হেগসেথ ও জয়শংকরের সাক্ষাতের বিষয়ে পেন্টাগনের মুখপাত্র জানান, দুই পক্ষই প্রতিরক্ষা সহযোগিতা এবং গত ফেব্রুয়ারি মাসের যৌথ বিবৃতির বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, "এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তৃতীয় শক্তির (পড়ুন চিন) আগ্রাসনের ঝুঁকি নিয়ে দুই দেশেই উদ্বেগ রয়েছে। এ নিয়ে তারা কথা বলেছেন।" উল্লেখ্য, দুই নেতা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যৌথ বিবৃতির আলোকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে, তা পর্যালোচনা করেন।’
আমেরিকার তরফে বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই দেশ পরবর্তী ‘ইন্ডিয়া-ইউএস ডিফেন্স অ্যাকসেলারেশন ইকোসিস্টেম সামিট’-এ অংশ নেবে। সেখানে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা ও প্রযুক্তি ও উৎপাদনে নতুন উদ্ভাবনের ওপর জোর দেওয়া হবে। হেগসেথ বলেন, "আমরা আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিন্ন লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করতে মুখিয়ে রয়েছি। এই সহযোগিতা অব্যাহত থাকবে।"
