সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মাসেই পদ ছাড়বেন, ঘোষণা করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী (New Zealand Prime Minister) জেসিন্ডা আরডার্ন (Jacinda Ardern)। এমনকী ভবিষ্যতে নির্বাচনেও অংশগ্রহণ করতে চান না বলেও জানিয়ে দিলেন তিনি। ঠিক কী কারণে প্রধানমন্ত্রী পদ, এমনকী রাজনীতি থেকে সন্ন্যাসের ঘোষণা তা অবশ্য জানাননি জেসিন্ডা। মন্তব্য করেছেন, “এটাই সঠিক সময়”।
বুধবার লেবার পার্টির (Labour Party) শীর্ষ পর্যায়ের বৈঠকের পরেই পদত্যাগের আগাম ঘোষণা করেন জেসিন্ডা। বলেন, “আমিও আর পাঁচজনের মতো একজন মানুষ। আমরা ততটাই করতে পারি যতটা আমাদের সাধ্যের মধ্যে রয়েছে। ফলে আমার জন্য এটাই সঠিক সময় (পদত্যাগের)।” এইসঙ্গে ভবিষ্যতে যে দলের হয়ে নির্বাচনে অংশ নেবেন না সেকথাও জানিয়ে দিয়েছেন। তাঁর কথায়, “আগামী নির্বাচনে আমার দল হারতে পারে, একথা ভেবে পদত্যাগ করছি, এমন ভাববেন না। আমার বিশ্বাস, পরবর্তীকালেও আমরাই জিতব।” নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আরও বলেন, “আমি একটা বিরাট দায়িত্বের পদে রয়েছে। সেই দায়িত্ব থেকে কখন সরে যাওয়া উচিত সেটাও জানা উচিত।”
[আরও পড়ুন: দল বিরোধী কাজ! সপা নেতার হাঁটুর বয়সি মেয়েকে নিয়ে পালিয়ে বহিষ্কৃত বিজেপি নেতা]
জানা গিয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসের ৭ তারিখের মধ্যে পদত্যাগ করতে চলেছেন জেসিন্ডা আরডার্ন। দলের ভিতরের কোনও চাপে কি পদত্যাগে করতে বাধ্য হচ্ছেন? এই প্রশ্নের উত্তর দেননি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। তাঁর সংক্ষিপ্ত মন্তব্য, “এর মধ্যে কোনও রহস্য নেই”। তবে পদত্যাগের কথা ঘোষণা করার সময় আবেগ বিহ্বল হতে দেখা যায় জেসিন্ডাকে। ছলছলে চোখে বলেন, “এটা আমার চলে যাওয়ার সঠিক সময়”।
[আরও পড়ুন: ট্রেনে বৃহন্নলাদের অশালীনতা দেখে হতবাক রেলকর্তারা, প্রকাশ্যে ভিডিও, গ্রেপ্তার ২]
এদিকে লেবার পার্টি সূত্রে জানা গিয়েছে, নতুন প্রধানমন্ত্রীর জন্য আগামী রবিবার একটি ভোট গ্রহণ হবে দলের কার্যালয়ে। সেদিন যিনি নির্বাচিত হবেন, তিনি আগামী ১৪ অক্টোবর সাধারণ নির্বাচন পর্যন্ত প্রধানমন্ত্রী পদে থাকবেন। এখন দেখার নিউজিল্যান্ডের অন্যতম জনপ্রিয় প্রধানমন্ত্রী জেসিন্ডার প্রধানমন্ত্রী পদ ছাড়ায় এবং নির্বাচন থেকে সরে যাওয়ায় দলে কতটা অস্বস্তিতে পড়ে। উল্লেখ্য, গতবার বিপুল ভোটে জিতে ক্ষমতায় এসেছিল লেবার পার্টি। এবং প্রধানমন্ত্রী হন জেসিন্ডা আরডার্ন।