shono
Advertisement

Breaking News

Pakistan Support Taliban: তালিবানের কাবুল জয়ে আনন্দিত পাকিস্তানের মোল্লারা, চলছে চাঁদা সংগ্রহ

আমেরিকার মদতে মুজাহিদদের শায়েস্তা করতেই নয়ের দশকে তালিবান তৈরি করে পাকিস্তান।
Posted: 02:53 PM Aug 24, 2021Updated: 04:58 PM Aug 24, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানের দখল তালিবান (Taliban) নেওয়ায় আনন্দিত পাকিস্তানের ইসলামীয় ধর্ম সংগঠনগুলি। বিশেষ করে তালিবদের শরিয়ত আইন প্রতিষ্ঠার প্রতিশ্রুতিতে আনন্দিত পড়শি দেশটির মোল্লারা।

Advertisement

[আরও পড়ুন: Taliban Terror: ডেডলাইন না মানলে ফল ভাল হবে না, সেনা প্রত্যাহার নিয়ে আমেরিকাকে হুমকি তালিবানের]

সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে খবর, তালিবানের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের ইসলামীয় সংগঠনগুলি। সেই দেশের প্রভাবশালী সংগঠন জমিয়ত-ই-উলেমা-ই-ইসলাম ও দিফা-ই-পাকিস্তান কাউন্সিল-এর প্রধান মৌলানা হামিদ-উল-হক হাক্কানি তালিবানের কাবুল জয়ে আনন্দ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, তালিব জঙ্গিদের বিজয়ের জন্য ‘আল্লাকে ধন্যবাদ জানাতে’ আগামী ২৭ আগস্ট একটি অনুষ্ঠান পালন করা হবে। লাহোর প্রেস ক্লাব থেকে জঙ্গিদের হয়ে আওয়াজ তুলে মৌলানা হামিদের বক্তব্য, বিশ্বের উচিত এখনই তালিবান সরকারকে মান্যতা দেওয়া। তিনি আরও বলেন, “বিগত ৪০ বছর ধরে বিদেশি শক্তি কবুলে রাজত্ব করছে। এদের মধ্যে ভারত ও আমেরিকার সমর্থকরা রয়েছে। এবার আফগানিস্তানকে মুক্ত করল তালিবান।”

এদিকে, পাকিস্তানের (Pakistan) রাস্তায় তালিবান ও লস্করের জঙ্গিদের জন্য চাঁদা সংগ্রহ করতে দেখা গিয়েছে বিভিন্ন সংগঠনগুলিকে। এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে বিভিন্ন মাদ্রাসা ও জমিয়াত-ই-উলেমা-ই-ইসলামের মতো ধর্মীয় সংগঠন। বিশ্লেষকদের মতে, তালিবানের জন্ম হয় পাকিস্তানের হাতে। আফগানিস্তান থেকে ক্লান্ত সোভিয়েত ফৌজ ফিরে যাওয়ার পর মুজাহিদরা রীতিমতো ক্ষমতাশালী হয়ে ওঠে। আইএসআইয়ের হাত থেকে তাদের রাশ বেরিয়ে যায়। গুলবুদ্দিন হেকমতিয়ার, আহমেদ শাহ মাসুদের মতো মুজাহিদ কমান্ডাররা ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করে তোলে। ফলে আমেরিকার মদতে এককালের ‘মানসপুত্র’ মুজাহিদদের শায়েস্তা করতেই নয়ের দশকে তালিবান প্রতিষ্ঠা করে পাকিস্তান।

উল্লেখ্য, এই মুহূর্তে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের সুরক্ষায় রয়েছে অন্তত ৫ হাজার মার্কিন সেনা। এর আগে বাগরাম এয়ারবেস-সহ দেশের বেশিরভাগ জায়গা থেকে সেনা সরানোর প্রক্রিয়া শুরু হতেই সেগুলির দখল নিতে শুরু করে তালিবান। আফগানিস্তানে দ্বিতীয়বার সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে তালিবান। তবে সমগ্র আফগানিস্তান তালিবানের (Taliban) দখলে এলেও পঞ্জশির এখনও হাতছাড়া। পঞ্জশির তালিবানের জন্য হয়ে উঠেছে দুর্গম ঘাঁটি। তা দখল করতে মরিয়া হয়ে উঠেছে তালিবরা।

[আরও পড়ুন: Afghanistan Crisis: তালিবানের সঙ্গে কাজ করতে আপত্তি নেই, British PM-এর মন্তব্যে বাড়ছে জল্পনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement