সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি শাসিত ভারতে তলানিতে ধর্মীয় স্বাধীনতা। এর সবচেয়ে বড় উদাহরণ শিখ সম্প্রদায়। তাঁদের পাগড়ি, কারা পরা এবং গুরুদ্বারে যাওয়া নিয়ে এখন প্রশ্ন উঠছে। শুধু শিখ ধর্ম বলে নয়, অন্য ধর্মের লোকেদেরও একই অবস্থা। আমেরিকা সফরে গিয়ে একটি সভায় যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতার মন্তব্যে ব্যাপক বিতর্ক দানা বেঁধেছে। রাহুলের বক্তব্যকে খণ্ডন করে পালটা বিবৃতি দিয়েছে বিজেপি। ১৯৮৪-র 'শিখ গণহত্যা'র কথা স্মরণ করিয়েছে তাঁরা।
সোমবার ভার্জিনিয়াতে প্রবাসীদের একটি সভায় যোগ দেন রাহুল। তিনি বলেন, একজন শিখ কি পাগড়ি পরার অধিকার পাবেন, তাঁকে কি কারা পরার এবং গুরুদ্বারে যাওয়ার অনুমতি দেওয়া হবে! এখন অধিকার আদায়ে লড়াই করতে হচ্ছে। এই অবস্থা কেবল শিখদের নয়, অন্য ধর্মীয় সম্প্রদায়গুলিরও। রাহুলের এই মন্তব্যের পরে আসরে নেমেছে বিজেপি। দলের জাতীয় মুখপাত্র আর পি সিং প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যা পরবর্তী দাঙ্গা নিয়ে তোপ দেগেছেন কংগ্রেসকে। গেরুয়া নেতা বলেন, "১৯৮৪-র গণহত্যায় ৩ হাজার শিখ নিহত হন। তাঁদের পাগড়ি খুলে নেওয়া হয়েছিল, চুল-দাড়ি কেটে দেওয়া হয়েছিল। তিনি (রাহুল গান্ধী) কিন্তু বলেননি যে এই সমস্ত হয়েছিল কংগ্রেসের শাসনকালে।" কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-ও কংগ্রেস নেতাকে তুলোধোনা করেছেন। তিনি বলেন, "শিখ গণহত্যার জন্য দায়ী কংগ্রেস, তারাই আজকে আমাদের জ্ঞান দিচ্ছে।"
এর আগে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সভায় আরএসএের নীতির সমালোচনা করেন রাহুল। তিনি বলেন, লোকসভা ভোটের পর মানুষ বিজেপি আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভয় পাচ্ছে না। আরও বলেন, বিজেপি/ আরএসএস বিশ্বাস করে যে মহিলারা ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবেন, “ঘরের কাজ করবেন, যেমন রান্নাবান্না, বেশি কথা বলবেন না, অপরপক্ষে আমরা মনে করি, মহিলার তাঁদের ইচ্ছা অনুযায়ী চলবেন।” অপরপক্ষে শাসক দলের কটাক্ষ, বিদেশে গিয়ে ভারতকে অপমান করাই রাহুল গান্ধীর পছন্দের কাজ।