shono
Advertisement
Russia-Ukraine Conflict

কৃষ্ণসাগরে রুশ তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলা, দায় স্বীকার ইউক্রেনের! কোন পথে যুদ্ধ?

ভাইরাল বিস্ফোরণের ভয়ংকর ভিডিও।
Published By: Kishore GhoshPosted: 07:23 PM Nov 29, 2025Updated: 07:25 PM Nov 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষ্ণসাগরে রুশ তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলা ইউক্রেনের! শনিবার বিরাট নামের একটি ট্যাঙ্কারে হামলা হয়। শুক্রবার রাতে একই ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটেছিল বলেও খবর। ট্যাঙ্কারের নাবিকরা ড্রোন হামলা হয়েছে জানিয়ে সাহায্য চায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে ভয়ংকর বিস্ফোরণ দেখা গিয়েছে। পাশাপাশি জাহাজের কর্মীরা চেঁচিয়ে ওঠেন, "বিরাট থেকে জানাচ্ছি। ড্রোন হামলা হয়েছে। মে-ডে।"

Advertisement

তুর্কি পরিবহণ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার কৃষ্ণ সাগরের উপকূলরেখা থেকে প্রায় ৩৫ নটিক্যাল মাইল দূরে হামলার মুখে পড়েছিল একটি রুশ তেলের ট্যাঙ্কার। শনিবার ভোরে ফের সেটিতে হামলা হয়েছে। যদিও ঠিক কী ধরনের আঘাতে বিপর্যস্ত রুশ তেলের ট্যাঙ্কারটি তা শুরুতে স্পষ্ট হয়নি। তুর্কি পরিবহণ মন্ত্রী আবদুল কাদির উরালোগলু বলেন, "বাহ্যিক আঘাতের অর্থ জাহাজটি মাইন, রকেট, ড্রোন বা একটি মানবহীন ডুবো যান দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল।"

সংবাদসংস্থার এএফপি একটি প্রতিবেদনে জানিয়েছে, রুশ তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শান্তিচুক্তি নিয়ে আমেরিকার ক্রমাগত চাপের মধ্যে কৌশলগত হামলা চালিয়েছে কিয়েভ। খোদ ইউক্রেনের গুপ্তচর সংস্থাও রুশ জাহাজে হামলার দায় স্বীকার করেছে। এসবিইউ এবং ইউক্রেন নৌসেনা যৌথভাবে এই আক্রমণ শানিয়েছে বলে খবর। প্রশ্ন হল, ইউক্রেনের এই হামলার পর রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তি কি কৃষ্ণসাগরে তলিয়ে গেল?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সংবাদসংস্থার এএফপি একটি প্রতিবেদনে জানিয়েছে, রুশ তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।
  • শনিবার ভোরে ফের সেটিতে হামলা হয়েছে।
Advertisement