shono
Advertisement

Breaking News

Benjamin Netanyahu

'পুরো গাজা দখল করো অথবা ইস্তফা দাও', ইজরায়েল সেনাকে কড়া নির্দেশ নেতানিয়াহুর

নেতানিয়াহুর এই হুঁশিয়ারি ইজরায়েল-হামাস যুদ্ধে নয়া মোড় নিতে পারে বলে মনে করা হচ্ছে।
Published By: Amit Kumar DasPosted: 10:57 AM Aug 05, 2025Updated: 10:57 AM Aug 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ত্রযুদ্ধে এঁটে উঠতে না পেরে ঘুরপথে ইজরায়েলের উপর চাপ বাড়াচ্ছে হামাস। গাজার নারকীয়তা তুলে ধরে বিশ্বের সামনে ইজরায়েলের ভাবমূর্তি ক্ষুন্ন করার পাশাপাশি পণবন্দিদের ভিডিও প্রকাশ করে চাপ বাড়ানো হচ্ছে। এহেন পরিস্থিতির মাঝেই এবার ইজরায়েল সেনাকে কড়া নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। স্পষ্টভাষায় জানিয়ে দিলেন, 'হয় গোটা গাজা দখল করো অথবা ইস্তফা দাও।' ২ বছর ধরে ইজরায়েল ও হামাসের মধ্যে চলতে থাকা যুদ্ধের পর নেতানিয়াহুর এই হুঁশিয়ারিতে পরিস্থিতি নয়া মোড় নিতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

হামাস ও ইজরায়েল সেনার অসমযুদ্ধে ইতিমধ্যেই গাজার ৭৫ শতাংশ অংশ নিজেদের দখলে নিয়েছে আইডিএফ। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই অঞ্চল। এই অবস্থায় বাকি ২৫ শতাংশও অবিলম্বে দখলের নির্দেশ দেওয়া হল। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, ইজরায়েল সেনার অনুমান এই ২৫ শতাংশ অংশেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে পণবন্দিদের। সম্প্রতি জেরুজালেম পোস্টের তরফে এক রিপোর্টে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে আইডিএফের চিফ অফ স্টাফকে স্পষ্ট ভাষায় নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, গোটা গাজা দখল করো অথবা নিজের পদ থেকে ইস্তফা দাও।

নেতানিয়াহুর এহেন নির্দেশ এমন সময়ে এল যখন হামাস ইজরায়েলের এক পণবন্দির ভয়াবহ ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, সেখানে এক বছর চব্বিশের শীর্ণকায় যুবককে দেখা যাচ্ছে। একটা আবদ্ধ টানেলের ভিতরে তিনি মাটি খুঁড়তে খুঁড়তে ধীর গলায় বললেন, ”আমি যা করছি তা নিজের কবর নিজেই খোঁড়া।” এই ভিডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এদিকে এই ভিডিওকে ‘হামাসের চক্রান্ত’ বলে দাবি করছে এভিয়াটের ডেভিড নামে ওই তরুণের পরিবার।

ভিডিওয় দেখা যাচ্ছে অর্ধনগ্ন কঙ্কালসার ডেভিড বলছেন, ”আমি যা করছি তা নিজেই নিজের কবর খোঁড়ার শামিল। আমার শরীরটা রোজই দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে। সরাসরি নিজের কবরের দিকে হাঁটছি। এই সেই কবর যেখানে আমাকে কবরস্থ করা হবে। মুক্তির সময় পেরিয়ে যাচ্ছে। কমে আসছে আমার বিছানায় আমার পরিবারের সঙ্গে শোওয়ার সম্ভাবনাও।” এই ভিডিও সামনে আসার পর পণবন্দিদের দ্রুত উদ্ধারের দাবিতে নেতানিয়াহু সরকারের উপর চাপ বাড়াতে শুরু করেছে ইজরায়েলের সাধারণ নাগরিক। রাস্তায় নেমেছে বিক্ষোভ দেখাচ্ছেন হাজার হাজার নাগরিক।

এই ইস্যুতে মুখ খুলেছেন খোদ নেতানিয়াহু। এক টিভি সাক্ষাৎকারে তিনি বলেন, "এই ভিডিওগুলি দেখার পর হামাসের উদ্দেশ্য আমি স্পষ্টভাবে বুঝতে পারছি। ওরা এই ভিডিও ব্যবহার করে আমাদের মানসিকভাবে ভেঙে ফেলতে চায়।" এই টালমাটাল পরিস্থিতির মাঝেও দৃঢ় নেতানিয়াহু। এবার গোটা গাজা দখলের হুঁশিয়ারি দিলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'পুরো গাজা দখল করো অথবা ইস্তফা দাও', ইজরায়েল সেনাকে কড়া নির্দেশ নেতানিয়াহুর
  • হামাস ও ইজরায়েল সেনার অসমযুদ্ধে ইতিমধ্যেই গাজার ৭৫ শতাংশ অংশ নিজেদের দখলে নিয়েছে আইডিএফ।
  • বাকি ২৫ শতাংশও অবিলম্বে দখলের নির্দেশ দেওয়া হল।
Advertisement