shono
Advertisement

নেপালে বাস দুর্ঘটনায় মৃত অন্তত ২৬, আহত বহু

বিপজ্জনক রাস্তায় অতিরিক্ত যাত্রী নিয়ে যাওয়ার ফল? The post নেপালে বাস দুর্ঘটনায় মৃত অন্তত ২৬, আহত বহু appeared first on Sangbad Pratidin.
Posted: 04:16 PM Mar 10, 2017Updated: 10:46 AM Mar 10, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেপালে বাস দুর্ঘটনার বলি অন্তত ২৬ জন যাত্রী৷ গুরুতর জখম ৩০ জনেরও বেশি৷ রাজধানী কাঠমাণ্ডু থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে ধাঙ্গারেদান্দার কাছে চিঞ্চু-জাজারকোট রোডে দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে৷ খবর প্রকাশ্যে আসে শুক্রবার৷

Advertisement

হাই কোর্টের বিচারপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সুপ্রিম কোর্টের

জানা গিয়েছে, খালাঙ্গা থেকে খারা’র দিকে যাচ্ছিল বাসটি৷ যাতে প্রায় ৬০ জন যাত্রী ছিল৷ যা বাসটির ধারণক্ষমতার থেকে অনেক বেশি৷ সেই কারণেই বাসটি উল্টে যায় বলে অনুমান৷ সরকারি প্রশাসক কৃষ্ণচন্দ্র পৌডেল বলেন, ২০০ মিটার গড়িয়ে গিয়ে বাসটি নিচে পড়ে যায়৷ স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজে হাত লাগান৷ পরে উদ্ধারকাজ শুরু করে সামরিক বাহিনী ও পুলিশ৷

সুইজারল্যান্ডের ক্যাফেতে বন্দুকবাজের হানায় মৃত ২

বৃহস্পতিবার হেলিকপ্টারে করে ১৮ জন আহত ব্যক্তিকে নেপালগঞ্জ সিটি হাসপাতালে নিয়ে আসা হয়৷ এরপর খারাপ আবহাওয়ার জন্য উদ্ধারকাজ বিঘ্নিত হয়৷ শুক্রবার আবহাওয়া ঠিক হলে বাকিদের আনা হয়৷ বাসটি যে পথে আসছিল সেটি নেপালের অন্যতম বিপজ্জনক রাস্তা হিসেবেও পরিচিত৷ সেই কারণেও দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান৷

প্রতিবাদের মাধ্যম হয়ে ফিরে এল ‘কিস অফ লাভ’

The post নেপালে বাস দুর্ঘটনায় মৃত অন্তত ২৬, আহত বহু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement