সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় নাইট ক্লাবের বাইরে ভিড়কে পিষে দিল একটি বেপরোয়া গাড়ি। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। গুরুতর আহত অবস্থায় তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার গভীর রাতে লস অ্যাঞ্জেলসের ইস্ট হলিউড এলাকায় একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে নাইট ক্লাবগুলির বাইরে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সেই সময় আচমকা একটি চারচাকা গাড়ি বেপরোয়া গতিতে সেই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। চাকায় পিষে জখম হয়েছেন অন্তত ৩০ জন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিসাধীন। তবে হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গাড়ির চালককে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চালক মদ্যপ অবস্থায় ছিলেন। এর জেরেই তিনি গাড়িটিকে নিয়ন্ত্রণ করতে পারেননি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশকর্তারা।
পুলিশের এক আধিকারিক বলেন, "ইস্ট হলিউডের সান্তা মনিকা বুলেভার্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। নাইটক্লাবের বাইরে ভিড়ের মধ্যে আচমকা ঢুকে পড়ে গাড়িটি। চাকায় পিষে জখম হয়েছেন অন্তত ৩০ জন। আমরা ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছি।"
