shono
Advertisement
Nigeria

নাইজেরিয়ায় ফের বন্দুকবাজের দৌরাত্ম্য, অপহৃত অন্তত ৩০০ স্কুল পড়ুয়া

বন্দুকবাজদের হাত থেকে বেশ কয়েকজন পালাতে সক্ষম হয়েছে।
Published By: Subhodeep MullickPosted: 08:56 PM Nov 22, 2025Updated: 09:03 PM Nov 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নাইজেরিয়ার একটি স্কুলে বন্দুকবাজের হামলা। অপহরণ করা হল ৩০৩ জন স্কুল পড়ুয়া এবং ১২ জন শিক্ষককে। শুক্রবার ঘটনাটিকে কেন্দ্র করে তুমুল আতঙ্ক ছড়ায় এলাকায়। তবে সূত্রের খবর, বন্দুকবাজদের হাত থেকে বেশ কয়েকজন পালাতে সক্ষম হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার সকালে মধ্য নাইজেরিয়ার সেন্ট মেরিস ক্যাথলিক স্কুলে আচমকা হামলা চালায় একদল বন্দুকবাজ। অস্ত্র দেখিয়ে ভয় দোখানো হয় পড়ুয়া এবং শিক্ষকদের। তারপরই ৩০৩ জন পড়ুয়া এবং ১২জন শিক্ষককে অপহরণ করা হয়। পড়ুয়াদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে। কিন্তু কী কারণে তাদের অপরহরণ করা হল, তা এখনও স্পষ্ট। বর্তমানে তারা ছাড়া পেয়েছে কি না, সেটাও জানা যায়নি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পড়ুয়া এবং শিক্ষকদের উদ্ধার করতে তারা সবরকম পদক্ষেপ করছে।   

উল্লেখ্য, নাইজেরিয়ায় এই ধরনের আততায়ী হামলার ঘটনা নতুন নয়। চলতি বছর মধ্য নাইজেরিয়ায় অবস্থিত বেনুতে ভয়ংকর সাম্প্রদায়িক হামলা চালিয়েছিল বন্দুকবাজের দল। শতাধিক গ্রামবাসীকে হত্যার পাশাপাশি একাধিক পরিবারকে ঘরের মধ্যে বন্ধ করে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এই অঞ্চলটির উত্তর অংশ মুসলিম প্রধান এবং দক্ষিণ অংশটি খ্রিস্টান অধ্যুষিত। ফলে মাঝে মাঝেই সেখানে ছড়িয়ে পড়ে সাম্প্রদায়িক হিংসার আগুন। এছাড়াও নাইজেরিয়ায় আতঙ্কের আরেক নাম জঙ্গি সংগঠন বোকো হারাম। দেশের নানা প্রান্তে খ্রিস্টানদের উপর হামলার ঘটনায় সম্প্রতি কড়া হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দেন, “নাইজেরিয়ার সরকার যদি খ্রিস্টানদের রক্ষা করতে অক্ষম হয়, তবে আমেরিকার বন্দুক গর্জন করতে প্রস্তুত। আমরা ইসলামি সন্ত্রাসবাদকে গোড়া থেকে উপড়ে ফেলতে প্রতিশ্রুতিবদ্ধ।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের নাইজেরিয়ার একটি স্কুলে বন্দুকবাজের হামলা।
  • অপহরণ করা হল ৩০৩ জন স্কুল পড়ুয়া এবং ১২ জন শিক্ষককে।
  • শুক্রবার ঘটনাটিকে কেন্দ্র করে তুমুল আতঙ্ক ছড়ায় এলাকায়।
Advertisement